শেষ বিচার বলতে কী বোঝায়?
পৃথিবীতে আমরা এসেছি ঈশ্বরের ইচ্ছায়। যেদিন তিনি চাইবেন সেদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যুগের শেষ দিনে ঈশ্বর মানুষ ও দেবদূতদের বিচার করবেন। তিনি ভালো ও মন্দ কাজের ভিত্তিতে বিচার করে যে রায় দেবেন সেটাকেই শেষ বিচার বলা হয়। সেই বিচারেই প্রত্যেক ব্যক্তির ভাগ্য নির্ধারিত হবে। সেদিন ঠিক হবে কে যাবে স্বর্গে ও কে যাবে নরকে। শেষ দিনে সব মানুষ পুনরুত্থান করবে।
কীভাবে শেষ বিচারের মানদণ্ড নিরূপণ করা হবে?
শেষ বিচারের দিন ভ্রাতৃপ্রেমের মানদণ্ডে যীশু খ্রিষ্ট আমাদের বিচার করবেন। মথি রচিত মঙ্গলসমাচারে বলা হয়েছে যে, শেষ বিচারের দিনে মানবপুত্র অর্থাৎ যীশু খ্রিষ্ট সকল মানুষকে দুই ভাগে ভাগ করবেন। মেষ ও ছাগ যেভাবে আলাদা করা হয় সেভাবে সব মানুষকে ভাগ করা হবে। যারা দীনদুঃখী ও অবহেলিত মানুষদের সেবা করেছে তাদেরকে তুলনা করা হবে মেষের সাথে। তাদেরকে বসানো হবে ডানদিকে। যারা দীনদুঃখী ও অবহেলিত মানুষদের সেবা করেনি তাদেরকে তুলনা করা হবে ছাগের সাথে। তাদেরকে বসানো হবে বামদিকে। পরে ডানদিকের মানুষদেরকে খ্রিষ্ট প্রশংসা করবেন ও তাদের স্বর্গে পাঠাবেন। কিন্তু বামদিকের মানুষদেরকে তিনি তিরস্কার করবেন ও পাঠাবেন নরকে। যেসব দেবদূতরা পাপ করেছেন; শেষ বিচারের দিনে তাদেরও বিচার করা হবে।