রসায়ন
আয়ন কী? ডিউটেরিয়াম আইসোটোপ কেন?
আধানযুক্ত পরমাণুকে বলা হয় আয়ন। যখন একটি মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে তখন আয়ন সৃষ্টি হয়। ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়ন এবং ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়ন উৎপন্ন হয়।
ডিউটেরিয়াম আইসোটোপ কেন?
একটি মৌলের প্রতিটি পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে। কিন্তু একটি মৌলের সকল পরমাণুর ভর এক নাও হতে পারে। এক্ষেত্রে কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় আইসোটোপ। ডিউটেরিয়ামের প্রোটন সংখ্যা হাইড্রোজেনের অন্যান্য পরমাণুর সমান কিন্তু এর ভরসংখ্যা ভিন্ন। এ কারণেই ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ।