ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম কাকে বলে? ইসলামের দিক।
‘ইসলাম’ শব্দের আভিধানিক অর্থ- আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। এটি সিলমুন মূল ধাতু থেকে নির্গত, যার অর্থ শান্তি। আল্লাহর ওপর আন্তরিক বিশ্বাস স্থাপন করে তাঁর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তাঁর যাবতীয় আদেশ-নিষেধ মেনে চলা এবং তাঁর দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ (স)-এর দেখানো পথ অনুসারে জীবনযাপন করাকে ইসলাম বলে। ইসলাম মানুষকে দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবনের পথে পরিচালিত করে। তাই এটিকে শান্তির ধর্ম বলা হয়।
ইসলামের দিক
ইসলাম মহান আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম, দীন বা জীবনব্যবস্থা। এর দুটি দিক রয়েছে, যথা— বিশ্বাসগত দিক ও আচরণগত বা প্রায়োগিক দিক। আল্লাহ তায়ালা, নবি-রাসুল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত-জাহান্নাম ইত্যাদি বিশ্বাসগত তথা আকাইদের অন্তর্ভুক্ত। অন্যদিকে নামায, রোযা, হজ, যাকাত ইত্যাদি ইসলামের প্রায়োগিক দিক। বস্তুত আকাইদের বিষয়গুলোর ওপর বিশ্বাস স্থাপনের মাধ্যমেই মানুষ ইসলামে প্রবেশ করে।
এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। পূর্ণাঙ্গ জীবনব্যবস্থার নাম কী
ক) ইসলাম খ) তাসাউফ
গ) মারেফত ঘ) শরিয়ত
সঠিক উত্তর : ক
২। ব্যবহারিক অর্থে ইসলাম কী?
ক) অবিরাম শান্তির পথে চলা
খ) আনুগত্য ও আত্মসমর্পণ করা
গ) আল্লাহ ও রাসূল (স) এর আদেশ-নিষেধ মানা
ঘ) শরিয়তে বিশ্বাস ও কাজে পরিণত করা
সঠিক উত্তর : গ
৩। ইসলাম শব্দটি কোন মূল ধাতু থেকে এসেছে?
ক) আমনুন খ) সিলমুন
গ) ইয়ুসলিমু ঘ) আহসান
সঠিক উত্তর : খ
৪। ‘সিলমুন’ শব্দের অর্থ কী?
ক) আনুগত্য খ) শান্তি
গ) রহমত ঘ) বরকত
সঠিক উত্তর : খ
৫। কোনটির মাধ্যমে মানুষের ইহকালীন ও পরকালীন জীবন সম্পর্কে জানা যায়?
ক) আকাইদের খ) ইসলামের
গ) তাসাউফের ঘ) শরিয়তের
সঠিক উত্তর : খ
৬। মহান আল্লাহর একমাত্র মনোনীত দীন কোনটি?
ক) ইসলাম খ) হিন্দু
গ) বৌদ্ধ ঘ) খ্রিস্ট
সঠিক উত্তর : ক
৭। ইসলামের কয়টি দিক রয়েছে?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
সঠিক উত্তর : ক
৮। ইসলামের বিশ্বাসগত দিকের নাম কী?
ক) ইমান খ) এহসান
গ) আকাইদ ঘ) তাওহীদ
সঠিক উত্তর : গ
৯। শান্তির পথে চলা নিচের কোন শব্দের আভিধানিক অর্থ?
ক) ইমান খ) ইবাদাত
গ) ইসলাম ঘ) ইহসান
সঠিক উত্তর : গ
১০। ইসলাম ধর্মের অনুসারীরা কার দেখানো পথে জীবন পরিচালনা করে?
ক) হযরত ঈসা (আ) এর
খ) হযরত মুহাম্মদ (স) এর
গ) হযরত মুসা (আ) এর
ঘ) হযরত নূহ (আ) এর
সঠিক উত্তর : খ
১১। মহান আল্লাহ যুগে যুগে বহু আদেশ-নিষেধ, বিধি-বিধান প্রেরণ করেছেন কেন?
ক) নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য
খ) মানবজাতির হেদায়েতের জন্য
গ) নবী-রাসুলগণের পরীক্ষার জন্য
ঘ) মানবজাতির সমৃদ্ধির জন্য
সঠিক উত্তর : খ
১২। শরিয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কোনটি?
ক) ইমান খ) ইসলাম
গ) ইহসান ঘ) তাওহিদ
সঠিক উত্তর : খ
১৩। মানবজাতির জন্য সর্বোত্তম জীবনবিধান কোনটি?
ক) ইসলাম খ) মারেফত
গ) বৈরাগ্যবাদ ঘ) তাসাউফ
সঠিক উত্তর : ক
১৪। ইসলাম কার প্রবর্তিত জীবনবিধান?
ক) মহান আল্লাহর
খ) মহানবি (স)-এর
গ) হযরত মুহাম্মদ (আ)-এর
ঘ) হযরত ইব্রাহিম (আ)-এর
সঠিক উত্তর : ক
১৫। কোনটি মানবজাতির জন্য আল্লাহ তায়ালার একটি বিশেষ নিয়ামত?
ক) আকাইদ
খ) জান্নাত-জাহান্নাম
গ) ইসলাম
ঘ) পুলসিরাত
সঠিক উত্তর : গ
১৬। ইসলামে মানবজীবনের সব সমস্যার সমাধান রয়েছে। এজন্য এটিকে কী বলা হয়?
ক) পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা
খ) শান্তির ধর্ম
গ) ন্যায়দর্শন
ঘ) বৈজ্ঞানিক জ্ঞান
সঠিক উত্তর : ক
১৭। ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করলাম।’ এটি কার বাণী?
ক) মহান আল্লাহর
খ) মহানবি (স)-এর
গ) জিবরাইল (আ)-এর
ঘ) আদম (আ)-এর
সঠিক উত্তর : ক
১৮। ‘এবং ইসলামকে তোমাদের জীবনব্যবস্থা হিসেবে মনোনীত করলাম।’ আয়াতটি কোন সূরার?
ক) আল-বাকারা খ) আল-মায়িদা
গ) আলে-ইমরান ঘ) আল-আ’রাফ
সঠিক উত্তর : খ
১৯। দুনিয়া ও আখিরাতে কীভাবে শান্তিময় জীবন লাভ করা যায়?
ক) ইসলাম বিধি-বিধান মেনে চলে
খ) উচ্চ শিক্ষা অর্জন করে
গ) বেশি ধন-সম্পদ অর্জন করে
ঘ) দুনিয়ামুখী জীবনযাপন করে
সঠিক উত্তর : ক
২০। ইসলামকে শান্তির ধর্ম বলা হয় কেন?
ক) ইহকালীন ও পরকালীন শান্তির নির্দেশনা থাকায়
খ) ইহকালীন শান্তি ও সমৃদ্ধি বিদ্যমান থাকায়
গ) পরকালীন শান্তি ও মুক্তির উপায় নির্দেশ করায়
ঘ) ইহকালীন কর্তৃত্ব ও ক্ষমতা অর্জনের নির্দেশনা থাকায়
সঠিক উত্তর : ক
২১। ইসলাম ধর্মকে কারও নামে নামকরণ করা হয়নি কেন?
ক) সমৃদ্ধির ধর্ম বলে
খ) শান্তির ধর্ম বলে
গ) সর্বজনীন ধর্ম বলে
ঘ) সর্বশেষ ধর্ম বলে
সঠিক উত্তর : গ
২২। কোন উদ্দেশ্যে মুসলমানদের ধর্মের নাম ইসলাম করা হয়েছে?
ক) শান্তির পথে জীবন পরিচালনা
খ) অন্য ধর্মের ওপর শ্রেষ্ঠত্ব প্রমাণ
গ) মহান আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা
ঘ) মানবজাতিকে হেদায়েত প্রদান
সঠিক উত্তর : ক
২৩। ইসলাম শিক্ষা বলতে কী বোঝায়?
ক) ইসলামে প্রবেশ করা
খ) ইসলাম প্রচার করা
গ) ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা
ঘ) ইসলামে দৃঢ় থাকা
সঠিক উত্তর : গ
২৪। ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার প্রধান মাধ্যম কী?
ক) ইসলাম শিক্ষা খ) বিজ্ঞান
গ) সংবিধান ঘ) কিয়াস
সঠিক উত্তর : ক
২৫। ইসলাম শিক্ষা অর্জনের মাধ্যমে নিচের কোন অভ্যাসটি পরিহার করা যায়?
ক) পরনিন্দা খ) অনমনীয়তা
গ) নমনীয়তা ঘ) কঠোরতা
সঠিক উত্তর : ক
২৬। আমরা কোন শিক্ষার মাধ্যমে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় জানতে পারি?
ক) ইসলাম শিক্ষা
খ) কারিগরি শিক্ষা
গ) বৈজ্ঞানিক শিক্ষা
ঘ) ব্যবহারিক শিক্ষা
সঠিক উত্তর : ক