ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোন তারিখে বিজয় দিবস পালিত হয়?
ক. ২১ ফেব্রুয়ারি খ. ১৭ এপ্রিল
গ. ২৬ মার্চ ঘ. ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর : ঘ
২. প্রাচীন বাংলায় ব্যবসা-বাণিজ্য প্রসারের কারণ কী?
ক. অত্যন্ত কর্মঠ জনগণ
খ. উন্নত অর্থনৈতিক ব্যবস্থা
গ. অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প
ঘ. অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা
সঠিক উত্তর : গ
৩. কোন শাসনামলে এ দেশের মানুষ সবচেয়ে বেশি বঞ্চনা আর নির্যাতনের শিকার হয়েছিল?
ক. মোগল খ. সুলতানি
গ. ইংরেজ ঘ. পাকিস্তান
সঠিক উত্তর : ঘ
৪. বাংলাদেশের প্রাচীনতম ভূমি কোনটি?
ক. ঢাকা খ. নারায়ণগঞ্জ
গ. কুমিল্লা ঘ. ফেনী
সঠিক উত্তর : গ
৫. উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
ক. রাজশাহী খ. নরসিংদী
গ. কুমিল্লা ঘ. ঢাকা
সঠিক উত্তর : খ
৬. প্রাগৈতিহাসিক যুগকে অনেকে কী যুগ বলে?
ক. বরফ যুগ খ. প্রস্তর যুগ
গ. লৌহ যুগ ঘ. তাম্র যুগ
সঠিক উত্তর : খ
৭. কোথায় তাম্র–প্রস্তর যুগের গর্ত বসতির চিহ্ন আবিষ্কৃত হয়েছে?
ক. মহাস্থানগড়ে খ. ময়নামতিতে
গ. পাহাড়পুরে ঘ. উয়ারী-বটেশ্বরে
সঠিক উত্তর : ঘ
৮. ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা কোনটি?
ক. সিন্ধু সভ্যতা খ. আর্য সভ্যতা
গ. পুণ্ড্র সভ্যতা ঘ. ইনকা সভ্যতা
সঠিক উত্তর : ক
৯. মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরের নাম কী ছিল?
ক. পুণ্ড্রনগর খ. সমতট
গ. হরিকেল ঘ. বঙ্গ
সঠিক উত্তর : ক
১০. খ্রিষ্টপূর্ব কত শতকে পুণ্ড্রনগর গড়ে উঠেছিল?
ক. দ্বিতীয় খ. তৃতীয়
গ. চতুর্থ ঘ. পঞ্চম
সঠিক উত্তর : গ
১১. ভারত উপমহাদেশে আড়াই হাজার বছরের প্রাচীন কতটি বিখ্যাত জনপদের নাম জানা যায়?
ক. ১৬ খ. ১৫
গ. ১৪ ঘ. ১৩
সঠিক উত্তর : ক
১২. অশোক কোন যুগের সম্রাট ছিলেন?
ক. গুপ্ত খ. সেন
গ. মৌর্য ঘ. আর্য
সঠিক উত্তর : গ
১৩. বাংলাদেশের বিস্তারিত ইতিহাস কোন যুগ থেকে জানা যায়?
ক. সেন খ. আর্য
গ. মৌর্য ঘ. গুপ্ত
সঠিক উত্তর : ঘ
১৪. গুপ্তরা মূলত ভারত উপমহাদেশের কোন অঞ্চলের শাসক ছিল?
ক. পূর্ব খ. পশ্চিম
গ. উত্তর ঘ. দক্ষিণ
সঠিক উত্তর : গ
১৫. কাকে গৌড়ের প্রথম স্বাধীন শাসক বলা হয়?
ক. অশোক খ. শশাঙ্ক
গ. মানিক চন্দ্র ঘ. গোবিন্দ চন্দ্র
সঠিক উত্তর : খ
১৬. বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?
ক. সেন খ. পাল
গ. গুপ্ত ঘ. মৌর্য
সঠিক উত্তর : খ
১৭. পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক. গোপাল খ. মহীপাল
গ. ধর্মপাল ঘ. দেবপাল
সঠিক উত্তর : ক
১৮. পাল রাজবংশ প্রায় কত বছর বাংলাদেশ শাসন করেছিল?
ক. ৪০০ বছর খ. ৪৫০ বছর
গ. ৪৯০ বছর ঘ. ৪৮০ বছর
সঠিক উত্তর : ক
১৯. পাল বংশের কোন রাজার সময় রাজ্যে বিদ্রোহের ঘটনা ঘটে?
ক. গোপাল খ. ধর্মপাল
গ. দেবপাল ঘ. দ্বিতীয় মহীপাল
সঠিক উত্তর : ঘ
২০. কাদের ক্ষমতা লাভের মধ্য দিয়ে বাংলাদেশে মধ্যযুগের সূচনা হয়েছিল?
ক. আর্যদের খ. পালদের
গ. মুসলমানদের ঘ. ব্রিটিশদের
সঠিক উত্তর : গ