বুনন কাকে বলে? সাদাসিধা, টুইল এবং সাটিন ও স্যাটিন বুনন কাকে বলে?
বুনন : যে যন্ত্রের সাহায্যে বুনন প্রক্রিয়ায় বস্ত্র উৎপাদন করা হয় তাকে বলে তাঁত। তাঁতের সাহায্যে টানা ও পড়েন সুতার পারস্পরিক সমকৌণিক বন্ধনকেই বুনন বলে।
সাদাসিধা বুনন : এই বুননে একটি পড়েন সুতা একটি টানা সুতার উপর নিচ দিয়ে অতিক্রম করে। বুননে টানা ও পড়েন সুতাগুলো অত্যন্ত কাছাকাছি অবস্থান করে, ফলে কাপড় খুব মসৃণ ও টেকসই হয় এবং কাপড়ের উপরিভাগ রং করা ও ছাপার জন্য বিশেষভাবে উপযোগী হয়। এ ধরনের কাপড় ময়লা হলে চোখে পড়ে এবং সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। এই বুননের মাধ্যমে লুঙ্গি, গামছা, তাঁতের শাড়ি ইত্যাদি তৈরি করা হয়।
টুইল বুনন : এই বুননে পড়েন সুতা টানা সুতার মধ্য দিয়ে এমনভাবে চলাচল করে যে কাপড়ের উপরিভাগে কোনাকুনি একটি ভাব ফুটে উঠে, তাই একে তেরছা বুননও বলে। এই বুননের কাপড় বেশ মজবুজ হয়। জিন্স, ড্রিল, গ্যাবার্ডিন ইত্যাদি টুইল বুননের বস্ত্র।
সাটিন ও স্যাটিন বুনন : তেরছা বুননের মতো সাটিন ও স্যাটিন বুননে শিররেখাটি স্পষ্ট হয়ে ওঠে না। সাটিন বুননের সময় পড়েন সুতাটি একটি টানা সুতার উপর এবং চারটি বা তার অধিক টানা সুতার নিচ দিয়ে চলাচল করে। অন্যদিকে স্যাটিন বুননে পড়েন সুতাটি একটি টানা সুতার নিচ এবং চারটি বা তার অধিক টানা সুতার উপর দিয়ে চলাচল করে।
এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। যে যন্ত্রের সাহায্যে বুনন প্রক্রিয়ায় বস্ত্র উৎপাদন করা হয় তাকে কী বলে?
ক) তাঁত যন্ত্র খ) মাকু
গ) বাষ্প ইঞ্জিন ঘ) চরকা
সঠিক উত্তর : ক
২। তাঁতযন্ত্র কয় ধরনের?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
সঠিক উত্তর : ক
৩। তাঁত যন্ত্রে লম্বালম্বিভাবে সাজানো সুতাকে কী বলে?
ক) পড়েন সুতা খ) মিহি সুতা
গ) টানা সুতা ঘ) লম্বা সুতা
সঠিক উত্তর : গ
৪। কোন সুতা চালনার ক্ষেত্রে মাকু ব্যবহৃত হয়?
ক) টানা খ) মিহি
গ) পড়েন ঘ) লম্বা
সঠিক উত্তর : গ
৫। বুননে টানা ও পড়েন সুতার মধ্যে কোন ধরনের বন্ধন সম্পন্ন হয়?
ক) সমকৌণিক
খ) বৃত্তাকার
গ) চতুর্ভুজাকৃতির
ঘ) সমান্তরাল
সঠিক উত্তর : ক
৬। মৌলিক বুনন কত প্রকার?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
সঠিক উত্তর : খ
৭। সাদাসিধা বুননে একটি পড়েন ও একটি টানা সুতা কোন দিক বরাবর অতিক্রম করে?
ক) উপর নিচ
খ) কোণাকুণি
গ) লম্বভাবে
ঘ) আড়াআড়ি
সঠিক উত্তর : ক
৮। সাদাসিধা বুননের তৈরি পোশাক কোনটি?
ক) ড্রিল
খ) গ্যাবার্ডিন
গ) জিন্স
ঘ) গামছা
সঠিক উত্তর : ঘ
৯। বয়ন শিল্পে সবচেয়ে সহজ বুনন কোনটি?
ক) সাদাসিধা খ) সাটিন
গ) টুইল ঘ) স্যাটিন
সঠিক উত্তর : ক
১০। সাদাসিধা বুননে টানা ও পড়েন সুতা পরস্পরকে কীভাবে অতিক্রম করে?
ক) উপর নিচ
খ) কোনাকুনি
গ) লম্বভাবে
ঘ) আড়াআড়ি
সঠিক উত্তর : ক
১১। কোন বুননে টানা ও পড়েন সুতা কাছাকাছি অবস্থান করে?
ক) সাদাসিধা
খ) টুইল
গ) স্যাটিন
ঘ) নিটিং
সঠিক উত্তর : ক
১২। কোন ধরনের বুননে সহজেই ময়লা চোখে পড়ে এবং পরিষ্কার করা যায়?
ক) স্যাটিন
খ) টুইল
গ) সাটিন
ঘ) সাদাসিধা
সঠিক উত্তর : ঘ
১৩। টুইল বুননে টানা সুতার ভিতর দিয়ে পড়েন সুতা চালিত হলে কী ভাব ফুটে উঠে?
ক) সাদাসিধা ভাব
খ) কোনাকুনি ভাব
গ) আড়াআড়ি ভাব
ঘ) লম্বালম্বি ভাব
সঠিক উত্তর : খ
১৪। কোন বুননের কাপড় বেশি টেকসই হয়?
ক) সাদাসিধা
খ) টুইল
গ) সার্টিন
ঘ) স্যাটিন
সঠিক উত্তর : খ
১৫। কোনটি টুইল বুননের ক্ষেত্রে সঠিক?
ক) ময়লা পরিষ্কার করা সহজ
খ) ময়লা হলে বোঝা যায় না
গ) কাপড় মসৃণ হয়
ঘ) কাপড়ের উপরিভাগ রং করার উপযোগী
সঠিক উত্তর : খ
১৬। কোন কাপড়ে ময়লা পড়লে সহজে বোঝা যায়?
ক) জিন্স
খ) ড্রিল
গ) লংক্লথ
ঘ) গ্যাবার্ডিন
সঠিক উত্তর : গ
১৭। কোন বয়ন পদ্ধতিতে প্রস্তুতকৃত কাপড়ের ময়লা সহজে পরিষ্কার করা যায় না?
ক) সাদাসিধা
খ) টুইল
গ) সাটিন
ঘ) ওয়ার্প
সঠিক উত্তর : খ