আখলাকে হামিদা শব্দের অর্থ কি? আখলাকে হামিদা কাকে বলে?
আখলাক অর্থ চরিত্র, স্বভাব। আর হামিদাহ অর্থ প্রশংসনীয়। সুতরাং আখলাকে হামিদাহ অর্থ প্রশংসনীয় চরিত্র, সচ্চরিত্র। ইসলামি পরিভাষায়, যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয় ও সমাদৃত, আল্লাহ তায়ালা ও তাঁর রাসুল (স.)-এর নিকট প্রিয় সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদাহ বলা হয়।
এককথায়, মানব চরিত্রের সুন্দর, নির্মল ও মার্জিত গুণাবলিকে আখলাকে হামিদাহ বলা হয়। মানুষের সার্বিক আচার-আচরণ যখন শরিয়ত অনুসারে সুন্দর, সুষ্ঠু ও কল্যাণকর হয় তখন সে স্বভাব-চরিত্রকে বলা হয় আখলাকে হামিদাহ।
আখলাকে হামিদাহকে আখলাকে হাসানাহ বা হুসনুল খুল্কও বলা হয়। আখলাকে হাসানাহ অর্থ সুন্দর চরিত্র। মানব চরিত্রের উত্তম ও নৈতিক গুণাবলি আখলাকে হামিদাহ এর অন্তর্ভুক্ত। যেমন- সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, মানব সেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, দয়া, ক্ষমা ইত্যাদি।
এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। আখলাকে হামিদাহ শব্দের অর্থ কী?
ক) অনুসরণীয়
খ) নিন্দনীয়
গ) প্রশংসনীয় চরিত্র
ঘ) মার্জিত
সঠিক উত্তর : গ
২। মানব চরিত্রের কোন গুণগুলো আখলাকে হামিদাহ?
ক) সততা, অলসতা, ক্ষমা
খ) মানবসেবা, প্রতারণা, ক্রোধ
গ) পরিচ্ছন্নতা, মিথ্যা, কৃপণতা
ঘ) ওয়াদা পালন, ধৈর্য্য, দয়া
সঠিক উত্তর : ঘ
৩। কোন আচরণকে আখলাকে হামিদাহ বলা হয়?
ক) শরিয়তসম্মত আচরণ
খ) গর্হিত আচরণ
গ) লোক দেখানো আচরণ
ঘ) নৈতিকতা বহির্ভূত আচরণ
সঠিক উত্তর : ক
৪। আখলাকে হামিদাহর অপর নাম কী?
ক) আখলাকে হাসানাহ
খ) আখলাকে সায়্যিআহ
গ) জিহাদ ফি সাবিলিল্লাহ
ঘ) তাযকিয়াতুন নফস
সঠিক উত্তর : ক
৫। আখলাকে হামিদাহর অন্তর্ভুক্ত কোনটি?
ক) সততা
খ) সালাত
গ) সাওম
ঘ) যাকাত
সঠিক উত্তর : ক
৬। ‘উত্তম চরিত্রের গুণাবলিকে পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি’— বাণীটি কার?
ক) আদম (আ)
খ) ইব্রাহিম (আ)
গ) ঈসা (আ)
ঘ) মহানবি (স)
সঠিক উত্তর : ঘ
৭। কিয়ামতের দিন মুমিনের পাল্লায় কোন জিনিস বেশি ভারি হবে?
ক) দান-সাদকা
খ) যাকাতের সম্পদ
গ) নেক আমল
ঘ) উত্তম চরিত্র
সঠিক উত্তর : ঘ
৮। ‘সুন্দর চরিত্রই পূণ্য’— বাণীটি কার?
ক) আল্লাহর
খ) মহানবি (স)-এর
গ) ইমাম বুখারি (র)-এর
ঘ) জিবরাইল (আ)-এর
সঠিক উত্তর : খ
৯। তাকওয়া সকল সৎ ও সুন্দর গুণ অনুশীলনে অনুপ্রাণিত করে। এর ফলে মুত্তাকিরা কী গুণ অর্জন করবেন?
ক) সারারাত ইবাদত-বন্দেগি করবেন
খ) নিষ্ঠাবান ও সৎকর্মশীল হয়ে উঠবেন
গ) অর্থসম্পদ লাভে উৎসাহী হবেন
ঘ) তাবলীগ জামাআতে নিজেদের উৎসর্গ করবেন
সঠিক উত্তর : খ
১০। আল্লাহর কাছে কোন ব্যক্তি সবচেয়ে উত্তম?ক) সম্পদশালী
খ) উত্তম চরিত্রবান
গ) উচ্চ শিক্ষিত
ঘ) উচ্চ বংশীয়
সঠিক উত্তর : খ