প্রতিদান কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
এইচএসসি ২০২২ – বাংলা ১ম পত্র
১. ‘প্রতিদান’ কবিতায় কবি কাঁটা পেয়ে কী দান করেছেন?
ক. ফুল খ. ঘৃণা
গ. বাণ ঘ. ঘর
সঠিক উত্তর : ক
২. ‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর’—এ পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?
ক. পরোপকার খ. আত্মগ্লানি
গ. সর্বংসহা মনোভাব ঘ. কৃতজ্ঞতাবোধ
সঠিক উত্তর : ক
নিচের অনুচ্ছেদ পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশি এক কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন। আদালতের বিচারে সন্ত্রাসীর মৃত্যুদণ্ড হয়। কিন্তু সুস্থ হওয়ার পর আক্রান্ত বাংলাদেশি ওই কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর দণ্ড মওকুফ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের কােছ আবেদন করে তাকে বাঁচিয়ে দেন।
৩. উদ্দীপকের আক্রান্ত বাংলাদেশির ক্ষমাশীলতার সঙ্গে ‘প্রতিদান’ কবিতার কোন পঙ্ক্তির মিল আছে?
ক. কত ঠাঁই হতে কত কী যে আমি সাজাই নিরন্তর
খ. দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হেরেছে মোর
গ. রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি
ঘ. যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি
সঠিক উত্তর : ঘ
৪. উপর্যুক্ত মিলের কারণ —
i. ক্ষমাশীলতা
ii. আত্মপ্রশংসা
iii. পারস্পরিক সৌহার্দ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
৫. কবি জসীমউদ্দীন কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০১ খ. ১৯০২
গ. ১৯০৩ ঘ. ১৯০৪
সঠিক উত্তর : গ
৬. কবি জসীমউদ্দীনের বাবার নাম কী?
ক. ফকির আহমেদ খ. আনসারউদ্দীন মোল্লা
গ. আবদুল বারী ঘ. হাতেম আলী
সঠিক উত্তর : খ
৭. জসীমউদ্দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. মুরারিপুর খ. তাম্বুলখানা
গ. আড়ুডাঙ্গা ঘ. মোড়াইল
সঠিক উত্তর : খ
৮. জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন?
ক. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
খ. কলিকাতা বিশ্ববিদ্যালয়
গ. যাদবপুর বিশ্ববিদ্যালয়
ঘ. জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর : খ
৯. কবি জসীমউদ্দীনের কবি প্রতিভার উন্মেষ ঘটেছিল কোন সময়ে?
ক. ছাত্রজীবনে খ. কর্মজীবনে
গ. শেষ বয়সে ঘ. শিক্ষকতার সময়ে
সঠিক উত্তর : ক
১০. ছাত্রাবস্থায় রচিত জসীমউদ্দীনের কোন কবিতাটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়?
ক. প্রতিদান খ. কবর
গ. আসমানি ঘ. রাখালী
সঠিক উত্তর : খ
১১. জসীমউদ্দীন কী হিসেবে সমধিক পরিচিত?
ক. বিদ্রোহী খ. প্রকৃতির কবি
গ. পল্লিকবি ঘ. মানবতার কবি
সঠিক উত্তর : গ
১২. কবি জসীমউদ্দীনের কবিতার প্রধান উপজীব্য বিষয় কী?
ক. মানবপ্রেম খ. প্রকৃতিপ্রেম
গ. পল্লিজীবন ঘ. গ্রামীণ জীবন
সঠিক উত্তর : গ
১৩. কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
ক. বালুচর খ. সোজন বাদিয়ার ঘাট
গ. রাখালী ঘ. নক্সী কাঁথার মাঠ
সঠিক উত্তর : ঘ
১৪. কোন বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দীনকে সম্মানসূচক ডি.লিট উপাধি প্রদান করে?
ক. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
খ. দিল্লি বিশ্ববিদ্যালয়
গ. কলিকাতা বিশ্ববিদ্যালয়
ঘ. করাচি বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর : ক
১৫. জসীমউদ্দীন কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৪ খ. ১৯৭৫
গ. ১৯৭৬ ঘ. ১৯৭৭
সঠিক উত্তর : গ
১৬. কবি জসীমউদ্দীনের ‘নক্সী কাঁথার মাঠ’ কোন ধরনের রচনা?
ক. উপন্যাস খ. কাব্য
গ. নাটক ঘ. ছোটগল্প
সঠিক উত্তর : খ
১৭. যে কবির ঘর ভাঙে, কবি তার ঘর কী করেন?
ক. পুড়িয়ে দেন খ. ভেঙে দেন
গ. বেঁধে দেন ঘ. নিশ্চিহ্ন করেন
সঠিক উত্তর : গ
১৮. কেউ কাঁটার আঘাত করলে কবি তার কী প্রতিদান দেন?
ক. গালমন্দ করেন
খ. প্রতিশোধ নেন
গ. ফুল দান করেন
ঘ. পাল্টা কাঁটার আঘাত দেন
সঠিক উত্তর : গ
১৯. কবি কেমন ফুলের মালঞ্চ দেওয়ার কথা বলেছেন?
ক. গোলাপ ফুলের
খ. রজনীগন্ধার
গ. সাদা ফুলের
ঘ. রঙিন ফুলের
সঠিক উত্তর : ঘ
২০. ‘প্রতিদান’ কবিতায় কবি কার জন্য পথে পথে ফেরেন?
ক. যে কবির ঘর ভেঙেছে
খ. যে কবিকে পর করেছে
গ. যে কবিকে পথের বিবাগী করেছে
ঘ. যে কবিকে আঘাত করেছে
সঠিক উত্তর : গ
২১. কবিকে কেউ বিষ-ভরা বাণ দিলে কবি তাকে কী প্রতিদান দেন?
ক. উদার স্নেহ
খ. বুকভরা গান
গ. বুকভরা বেদনা
ঘ. বুকভরা গানের সুর
সঠিক উত্তর : খ
২২. কবি কাকে আপন করার জন্য কেঁদে বেড়ান?
ক. কবি প্রিয়াকে
খ. যে কবিকে পর করেছে
গ. যে কবিকে ভালোবেসেছে
ঘ. যে কবির মন ভেঙেছে
সঠিক উত্তর : খ
২৩. ‘প্রতিদান’ কবিতা মোট কত চরণের?
ক. ১৬ খ. ১৭
গ. ১৮ ঘ. ১৯
সঠিক উত্তর : গ
২৪. ‘প্রতিদান’ কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে?
ক. হলুদ ফুল খ. সাদা ফুল
গ. লাল ফুল ঘ. রঙিন ফুল
সঠিক উত্তর : ঘ
২৫. ‘প্রতিদান’ কবিতায় কবি দীর্ঘ রাতকে কী বলেছেন?
ক. বড় রাত খ. দীঘল রাত
গ. দীঘল প্রহর ঘ. শূন্য প্রহর
সঠিক উত্তর : খ
২৬. ‘মালঞ্চ’ শব্দের অর্থ কী?
ক. মালি
খ. ফুলের বাগান
গ. গোলাপ ফুলের বাগান
ঘ. রজনীগন্ধা ফুলের বাগান
সঠিক উত্তর : খ
২৭. ‘নিরন্তর’ শব্দের অর্থ কী?
ক. সব সময় খ. সময়
গ. নিয়ত ঘ. নিরিবিলি
সঠিক উত্তর : গ
২৮. ‘প্রতিদান’ কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. ধানখেত খ. রঙিলা নায়ের মাঝি
গ. বালুচর ঘ. সোজন বাদিয়ার ঘাট
সঠিক উত্তর : গ
২৯. কবি অনিষ্টকারীকে প্রতিদানে কী করেছেন?
ক. ঘৃণা খ. অপমান
গ. উপকার ঘ. আপন
সঠিক উত্তর : গ
৩০. নিচের কোন বানানটি ঠিক?
ক. জসীমউদ্দীন খ. জসিমউদ্দীন
গ. জসীমউদ্দীন ঘ. জসিম উদ্দীন
সঠিক উত্তর : খ
৩১. জসীমউদ্দীন ‘পল্লিকবি’ হিসেবে খ্যাত কেন?
ক. পল্লির রূপবৈচিত্র্য সুনিপুণভাবে তুলে ধরেছেন বলে
খ. পল্লির মানুষের আনন্দ তুলে ধরেছেন বলে
গ. পল্লির মানুষের সমাজচিত্রকে বোঝেন বলে
ঘ. পল্লির মানুষের সঙ্গে বাস করেছেন বলে
সঠিক উত্তর : ক
৩২. কবি অন্যকে আপন করতে চান, কারণ কী?
ক. কবির আপন কেউ না থাকায়
খ. কবি সবাইকে আপন ভাবেন বলে
গ. কবি অসহায় বলে
ঘ. কবিকে পর করেছে বলে
সঠিক উত্তর : ঘ
৩৩. কবি দীঘল রজনী জাগেন, কারণ কী?
ক. ঘুম হরণের জন্য
খ. কবিতা লেখার জন্য
গ. শত্রুর ভয়ে
ঘ. জোনাকি পোকা দেখার জন্য
সঠিক উত্তর : ক
৩৪. কবি কেন সারা জীবন অন্যকে ফুল দান করতে চান?
ক. কবি সৌন্দর্যের পূজারি বলে
খ. কবির বাড়িতে ফুলের বাগান রয়েছে বলে
গ. কবিকে কাঁটা দিয়েছে বলে
ঘ. ফুল পবিত্রতার প্রতীক বলে
সঠিক উত্তর : গ
৩৫. কবি ‘বিষে-ভরা বাণ’ বলতে কী বুঝিয়েছেন?
ক. বিষের পেয়ালা খ. হিংসাত্মক কথা
গ. বিষের ছুরি ঘ. বিষের বোতল
সঠিক উত্তর : খ
৩৬. ‘সাজাই নিরন্তর’ বলতে কী বোঝায়?
ক. প্রকাশ করা খ. সৃষ্টি করা
গ. নতুনের আগমন ঘ. ধ্বংস করা
সঠিক উত্তর : খ
৩৭. কবি জসীমউদ্দীন ‘ঘুম হরণ’ বলতে কী বুঝিয়েছেন?
ক. ঘুম কেড়ে নেওয়া খ. নিঘুর্ম রাত কাটানো
গ. ঘুম না আসা ঘ. ঘুমে কাতর
সঠিক উত্তর : খ
৩৮. জসীমউদ্দীনের কবিতায় বিশেষভাবে কিসের প্রয়োগ ঘটেছে?
ক. বিদেশি শব্দের ব্যবহার
খ. বহু ভাষার মিশ্রণ
গ. বাংলার গ্রামীণ জীবনের আবহ
ঘ. শহুরে জীবনের আবহ
সঠিক উত্তর : গ
৩৯. কবি পরের দ্বারা ক্ষতির সম্মুখীন হয়েও তাদের জন্য—
i. তাদের ঘর বাঁধতে চান
ii. ফুল দান করেন
iii. তাদের কূল বাঁধেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৪০. ‘প্রতিদান’ কবিতায় কবির ফুল দানে যে দিকটি ফুটে উঠেছে—
i. ক্ষমার মহত্ত্ব
ii. প্রতিশোধপরায়ণহীনতা
iii. উদার ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ