গণিত
গণনার গুণন বিধি কাকে বলে?
যদি m সংখ্যক ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কোনো একটি কাজ সম্পন্ন করা যায় এবং এদের এক পদ্ধতিতে কাজটি সম্পাদিত হবার পর যদি অপর একটি কাজ n সংখ্যক ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সম্পন্ন করা যায়, তাহলে কাজ দুইটি একত্রে মোট m x n সংখ্যক পদ্ধতিতে সম্পন্ন করা যাবে। আবার ঐ দুইটি কাজ একত্রে m x n সংখ্যক পদ্ধতির যেকোনো এক পদ্ধতিতে কাজটি সম্পাদিত হবার পর তৃতীয় একটি কাজ p সংখ্যক ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সম্পন্ন করা যায় তাহলে ঐ তিনটি কাজ একত্রে m x n x p সংখ্যক পদ্ধতিতে সম্পন্ন করা যাবে। একেই “গণনার গুণন বিধি” বলে।