গণিত
যোগজীকরণ কাকে বলে? যোগজীকরণ কি কারণে ব্যবহার করা হয়?
সরলরেখা বা বক্ররেখা দ্বারা আবদ্ধ সমতলকে ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশে বিভক্তিকরণের মাধ্যমে এদের সমষ্টি দ্বারা এর সামগ্রিক পরিমাপ নির্ণয় করার পদ্ধতিকে প্রতি অন্তরীকরণ বা যোগজীকরণ বলে।
কোনো সুবিশাল বা জটিল বস্তু পরিমাপের ক্ষেত্রে এর ব্যাবহার হয়ে থাকে। যেমন ধরুন আপনি পুরো পৃথিবীর ওজন পরিমাপ করবেন। কিন্তু এটাতো আর পাল্লায় পরিমাপ করা যাবে না! তখন এখানে যোগজীকরণের প্রয়োগ ঘটানো হয়, পৃথিবী থেকে একটা ক্ষুদ্র টুকরো নিয়ে এর ক্ষেত্রফল ও ওজন পরিমাপ করা হয়, পরে পুরো পৃথিবীর ক্ষেত্রফলের সাথে তুলনা করে এর ওজন পরিমাপ করা হয়।