প্রোনাউন (Pronoun) কাকে বলে? কত প্রকার ও কি কি?
যে Word কোন Noun এর পরিবর্তে ব্যবহৃত হয়, তাকে Pronoun বলে। (A Pronoun is a word used instead of a noun.)
Pronoun-কে মোট আট ভাগে ভাগ করা যায়। যেমনঃ
1. Personal Pronoun (পারসোন্যাল প্রোনাউন)
2. Demonstrative Pronoun (ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন)
3. Relative Pronoun (রিলেটিভ প্রোনাউন)
4. Interrogative Pronoun (ইন্ন্টারোগেটিভ প্রোনাউন)
5. Distributive Pronoun (ডিসট্রিবিউটিভ প্রোনাউন)
6. Reciprocal Pronoun (রেসিপ্রোক্যাল প্রোনাউন)
7. Indefinite Pronoun (ইনডেফিনিট প্রোনাউন)
8. Reflexive and Emphatic Pronoun (রিফ্লেক্সসিভ এন্ড ইমফ্যাটিক প্রোনাউন)।
1. Personal Pronoun
যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, তাকে Personal Pronoun বলে। যেমনঃ
I am a boy.
You are a student.
He is an honest man.
ওপরের Sentence গুলোতে I, you, he Pronoun গুলো ব্যক্তির পরিবর্তে বসেছে। সুতরাং, I, you, he Pronoun গুলো Personal Pronoun
Personal Pronoun তিন প্রকারঃ
1. Personal Pronoun of the First Person : যে কথা বলে তাকে First Person বলে। যেমন— I, we, me, us, my, our, mine, ours ইত্যাদি।
2. Personal Pronoun of the Second Person : যাকে সম্বোধন করে কথা বলা হয় তাকে Second Person বলে। যেমন— You, your, yours, thee ইত্যাদি।
3. Personal Pronoun of the Third Person : যার সম্বন্ধে কোন কথা বলা হয় তাকে Third Person বলে। যেমন— He, she, it, him, her, hers, his, they, them, their, theirs ইত্যাদি।
Person, Number, Gender ও Case ভেদে Personal Pronoun গুলোর আকার পরিবর্তন হয়।
Personal Pronoun এর ব্যবহারঃ
1. My, his, her, its, one, their ইত্যাদি Possessive Pronoun গুলো Adjective-এর ন্যায় Noun এর পূর্বে বসে। যেমন–
This is my book.
These are your pens.
It is his pencil.
2. Mine, ours, yours, theirs ইত্যাদি Possessive Pronoun গুলোর পরে Noun বসে না। এগুলো সরাসরি Pronoun এর মত ব্যবহৃত হয়। যেমন–
This house is mine.
That tree is ours.
This is a book of mine.
This pen is yours.
আবার Possessive Pronoun-গুলো to be verb এর Subject হিসেবেও বসে। যেমন– Ours is a tropical country.
3. ‘It’ এর ব্যবহারঃ
Personal Pronoun ‘It’ শব্দের অর্থ এটা। অনেক সময় বাংলায় এটা না থাকলেও কোন কোন Sentence-এ It ব্যবহৃত হয়। যেমন–
i) জড় পদার্থ বুঝাতে– It is a pen.
ii) ইতর বা নিম্ন শ্রেণির প্রাণী বুঝাতে– It is a cat.
iii) ছোট শিশুর পরিবর্তে– The boy is crying for its mother.
iv) জোর দেয়ার জন্য– It is you who have stolen my watch.
v) সময়, দূরত্ব, ওজন, আবহাওয়া প্রকাশ করতে to be verb এর Subject হিসেবে It বসে। যেমন– It is mornay. It is ten miles from here. It is very cold today. It seems to be hard.