রসায়ন বিজ্ঞান

হ্যাজার্ড প্রতীক কি? হ্যাজার্ড প্রতীক কয়টি?

হ্যাজার্ড প্রতীক কি বা কাকে বলে? (What is Hazard symbol in Bengali/Bangla?)

কোনো রাসায়নিক পদার্থ কতটা ঝুঁকিপূর্ণ তা ঐ বোতলের গায়ে লাগানো প্রতীক দেখে বোঝা যায়। এই প্রতীকগুলোকে হ্যাজার্ড প্রতীক বলে। বিপজ্জনক রাসায়নিক দ্রব্যের জন্য রয়েছে সুনির্দিষ্ট সতর্কীকরণ প্রতীক যাদেরকে বলা হয় হ্যাজার্ড সিম্বল। হ্যাজার্ড সিম্বল মোট ৯টি যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ যেমন– BDH (British Drug House) Aldrich তাদের রাসায়নিক দ্রব্যের বোতলের লেবেল এ সকল সতর্কীকরণ প্রতীক সরবরাহ করে থাকে হ্যাজার্ড সিম্বলগুলো হলো:
১. ক্ষয়কারী (corrosive)
২. বিস্ফোরক (explosive)
৩. ক্ষতিকারক (harmful)
৪. দাহ্যপদার্থ (flammable)
৫. উত্তেজক (irritant)
৬. জারক (oxidizing)
৭. বিষাক্ত (toxic)
৮. তেজস্ক্রিয় (radioactive)
৯. পরিবেশ দূষণকারী (environmentally toxic)
কোনো বিকারক বা দ্রাবক নিয়ে কাজ করার আগে বোতলের হ্যাজার্ড প্রতীক ভালোভাবে লক্ষ করতে হবে এবং নির্দিষ্ট সতর্কতার সাথে কাজ করলে ঝুঁকি এড়ানো সম্ভব। একই দ্রব্য আবার একাধিক গুণের অধিকারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button