কম্পিউটার
সেফ মোড (Safe Mode) বলতে কি বুঝায়?
উইন্ডোজ অপারেটিং সিস্টেম স্বাভাবিকভাবে চালু হতে না পারলে অনেক সময় Safe Mode-এ চালু হয়। Safe Mode হলো বিশেষ এক ধরনের অবস্থা যখন এটি একেবারে প্রয়োজনীয় ফাইল এবং ড্রাইভারসমূহ নিয়ে লোড হয়। বলা যেতে পারে বিপদকালীন অবস্থা যখন ন্যূনতম রসদ নিয়ে প্রাণে বেঁচে থাকাটাই গুরুত্বপূর্ণ। উইন্ডোজ এই মোডে বাড়তি কোনো কিছুই যেমন; সাউন্ড, প্রিন্টার, হাই কালার ডিসপ্লে ইত্যাদি কাজ করবে না। কোন ফাইল সিস্টেমে সমস্যা থাকলে Safe Mode তা সনাক্ত করে দিতে সাহায্যে করে। এজন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Safe Mode কে ডায়াগনস্টিক মোড বলা হয়। উইন্ডোজ চালু হওয়ার সময় F8 চাপলে যে মেনু আসে সেখান থেকে Safe Mode চালু করা যেতে পারে।