তথ্য প্রযুক্তি

সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ও প্যারালাল ডেটা ট্রান্সমিশন কাকে বলে?

সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কাকে বলে? (What is called Serial Data Transmission in Bengali/Bangla?)

যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটার বিট বিন্যাস একটি একটি করে সিরিয়াল অনুক্রমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর হয় তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন (Serial Data Transmission) বলে।

যেকোনো দূরত্বে অবস্থিত ফিজিক্যালি পৃথক দুটি ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সমিশনের জন্য এই পদ্ধতি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে একটি ডেটার বিটগুলো তারের মধ্য দিয়ে একটি ক্লক পালসে একটি করে বিট স্থানান্তরিত হয়। সাধারণত ৮ বিটের ডেটা ট্রান্সমিশনের জন্য ৮টি ক্লক পালস প্রয়োজন হয়।

প্যারালাল ডেটা ট্রান্সমিশন কাকে বলে? (What is called Parallel Data Transmission in Bengali/Bangla?)

যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটার বিট বিন্যাস সমান্তরালভাবে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর হয় তাকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন (Parallel Data Transmission) বলে।

অত্যন্ত অল্প দূরত্বে অবস্থিত একাধিক ডিভাইসের মধ্যে বা একটি কম্পিউটারের অভ্যন্তরে বিভিন্ন সাবইউনিটের মধ্যে ডেটা ট্রান্সমিশনের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button