গণিত বিজ্ঞান

সরলরেখা কাকে বলে? সরলরেখা ও সমতলের মধ্যে সম্পর্ক কি?

সরলরেখা কাকে বলে? (What is called Straight Line in Bengali/Bangla?)

যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোন দিক পরিবর্তন করে না অর্থাৎ সোজাসুজি চলে তাকে সরলরেখা (Straight Line) বলে।

কোনো বিন্দুর সঞ্চার পথ যদি গতির দিক পরিবর্তন না করে একই রেখা বরাবরে অবস্থান করলে ঐ বিন্দুর সঞ্চারপথকে সরলরেখা বলে। এককথায়, সরলরেখা বলতে সোজাসুজি রেখাকে বোঝায় যাতে কোনো প্রকার বক্রতা বা ঢালুতা পরিলক্ষিত হয় না।

সরলরেখার বৈশিষ্ট্য (Properties of Straight Line)

১) সরলরেখার উৎপত্তি রেখা থেকে।

২) সরলরেখার কোনো প্রান্ত বা শেষ বিন্দু নেই।

৩) সরলরেখা নিজেকে কখনো নিজে ছেদ করতে পারে না।

৪) সরলরেখা থেকেই রেখাংশ বা রশ্মির উৎপত্তি।

৫) একটি সরলরেখা অপর একটি সরলরেখার সমতলে অবস্থান করলে তাদের সমান্তরাল সরলরেখা বলে।

৬) সরলরেখার কোনো প্রস্থ নেই।

সরলরেখা ও সমতলের মধ্যে সম্পর্ক (Relation between Straight Line and Plane)

সরলরেখা ও সমতলের মধ্যে সম্পর্ক নিচে দেওয়া হলো–

  1. একটি সরলরেখা একটি সমতলের সঙ্গে সমান্তরাল হলে এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না।
  2. একটি সরলরেখা কোনো সমতলকে ছেদ করলে এদের মধ্যে মাত্র একটি সাধারণ বিন্দু থাকবে।
  3. যদি কোনো সরলরেখা ও সমতলের দুইটি সাধারণ বিন্দু থাকে, তাহলে সম্পূর্ণ সরলরেখাটি ঐ সমতলে অবস্থিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button