ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. আইরিশের মাঝখানে ছেট ছিদ্রটিকে কী বলে?
ক. রড খ. কোন
গ. পিউপিল ঘ. সিলিয়ারি
সঠিক উত্তর : গ
২. অন্তঃকর্ণ কয়টি প্রধান প্রকোষ্ঠে বিভক্ত?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
সঠিক উত্তর : ক
৩. কোনটি বহিঃকর্ণের অংশ?
ক. পিনা খ. ইউট্রিকুলাস
গ. স্যাকুলাস ঘ. অস্থি
সঠিক উত্তর : ক
৪. পিনার ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক?
ক. কানের ভেতরের অংশ
খ. অস্থি নির্মিত অংশ
গ. মাংসবিহীন অংশ
ঘ. মাংস ও কোমলাস্থি দ্বারা গঠিত
সঠিক উত্তর : ঘ
৫. মধ্যকর্ণে কী থাকে?
ক. রক্তনালিকা
খ. বায়ুপূর্ণ থলি
গ. জেলির মতো পদার্থ
ঘ. জলীয় পদার্থ
সঠিক উত্তর : খ
৬. কানের সঙ্গে গলার সংযোগের জন্য একধরনের কী থাকে?
ক. অস্থি খ. নল
গ. পেশি ঘ. তরুণাস্থি
সঠিক উত্তর : খ
৭. অডিটরি ক্যাপসুল কী?
ক. একধরনের অস্থি
খ. একধরনের তরুণাস্থি
গ. একধরনের পেশি
ঘ. একধরনের তন্ত্র
সঠিক উত্তর : ক
৮. সূক্ষ্ম লোমের উপস্থিতি রয়েছে কোন কর্ণে?
ক. পিনাস খ. কর্ণপটহে
গ. স্যাকুলাসে ঘ. অন্তঃকর্ণে
সঠিক উত্তর : ঘ
৯. কানের সমস্যায় কোন রোগ দেখা দিতে পারে?
ক. বধিরতা খ. অন্ধত্ব
গ. রিকেটস রোগ ঘ. রাতকানা
সঠিক উত্তর : ক
১০. অন্তঃ চর্মে কোনটি রয়েছে?
ক. তেলগ্রন্থি খ. গ্রন্থি
গ. কুহরগ্রন্থি ঘ. পটহ
সঠিক উত্তর : ক
১১. চোখের রেটিনার ক্ষেত্রে —
i. অক্ষিগোলকের বাইরের স্তর
ii. এতে বড় কোনো কোষ আছে
iii. এটি আলোকসংবেদী স্তর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ
১২. কর্ণিয়ার ক্ষেত্রে —
i. স্ক্লেরার সামনে চকচকে অংশ
ii. এর মধ্য দিয়ে আলো চোখে প্রবেশ করে
iii. এটি খুবই স্বচ্ছ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
১৩. নিচের কোনটি শামুকের মতো পেঁচানো নালিকা?
ক. অন্তঃকর্ণ খ. স্যাকুলাস
গ. মধ্যকর্ণ ঘ. পিনা
সঠিক উত্তর : খ
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও
হাসান অসুস্থতার জন্য চিকিৎসকের কাছে গেল, চিকিৎসক তাকে ইনজেকশন দেন। এ সময় সে ব্যথায় কেঁদে ওঠে এবং চোখ দিয়ে পানি পড়তে থাকে ।
১৪. হাসানের কেঁদে ওঠার কারণ কী?
ক. ভয় খ. আবেগ
গ. ব্যথা ঘ. অনুভূতি
সঠিক উত্তর : ঘ
১৫. হাসানের চোখ দিয়ে পানি পড়ার কারণ —
i. সুচ ফোটানো
ii. ব্যথার অনুভূতি
iii. রাগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
১৬. শব্দ কর্ণকুহরে পাঠায় কোনটি?
ক. কর্ণপটহ খ. স্ক্লেরা
গ. স্যাকুলাস ঘ. পিনা
সঠিক উত্তর : ঘ
১৭. স্বাদকোরক থাকে জিবের কোষের —
i. সামনে
ii. পেছনে
iii. পাশে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
১৮. ককলিয়া কোথায় থাকে?
ক. অন্তঃকর্ণে খ. বহিঃকর্ণে
গ. মধ্যকর্ণে ঘ. কর্ণপটহে
সঠিক উত্তর : ক
১৯. নাকের কয়টি অংশ থাকে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
সঠিক উত্তর : ক
২০. যেকোনো গন্ধের অনুভূতির মাধ্যম হিসেবে কাজ করে কোন সংবেদী অঙ্গ?
ক. ত্বক খ. চোখ
গ. কান ঘ. নাক
সঠিক উত্তর : ঘ
২১. নাকের মধ্যে কোন ঝিল্লির আবরণ থাকে?
ক. শ্লেষ্মা ঝিল্লির
খ. ঘ্রাণ ঝিল্লি
গ. পেরিপ্লাজমিক ঝিল্লি
ঘ. সাইটোপ্লাজমিক ঝিল্লি
সঠিক উত্তর : ক
২২. শিশুদের জিবের ওপর ছত্রাকের আক্রমণে কিসের মতো ছোট ছোট দাগ দেখা যায়?
ক. গোলাপি রঙের মতো
খ. দইয়ের মতো
গ. কালো রঙের মতো
ঘ. দুধের মতো
সঠিক উত্তর : খ
২৩. স্বাদ গ্রহণের জন্য জিবে কয় ধরনের স্বাদকোরক থাকে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
সঠিক উত্তর : খ
২৪. জিবের যত্নের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. ঘা হলে চিকিৎসকের পরামর্শ নিষ্প্রয়োজন
খ. খাওয়ার স্যালাইন দিয়ে কুলকুচি করা উপকারী
গ. দাঁত ব্রাশ করার সময় নিয়মিত পরিষ্কার করা
ঘ. শিশুদের জিব পরিষ্কার করতে হয় না
সঠিক উত্তর : গ
২৫. দেহের কোন অংশ থেকে লোম, চুল ও নখের উৎপত্তি হয়?
ক. অন্তঃ চর্ম খ. উপচর্ম
গ. নাসাপথ ঘ. স্যাকুলাস
সঠিক উত্তর : খ
২৬. দেহের ক্ষতিকর পদার্থ বের করে দেয় কোনটি?
ক. নাক খ. জিব
গ. ত্বক ঘ. কান
সঠিক উত্তর : গ
২৭. স্বেদগ্রন্থির সংখ্যা বেশি থাকে কোথায়?
ক. লোমযুক্ত স্থানে খ. চুলে
গ. লোমহীন স্থানে ঘ. লোমের মূলে
সঠিক উত্তর : গ
২৮. নিচের কোন অঙ্গটির চামড়া খুব পাতলা?
ক. হাতের তালুর খ. পায়ের তালুর
গ. মাথার ঘ. ঠোঁটের
সঠিক উত্তর : ঘ
২৯. নিচের কোনটি ত্বকের রোগ?
ক. দাদ খ. ক্যানসার
গ. অ্যাজমা ঘ. ব্রংকাইটিস
সঠিক উত্তর : ক
৩০. উপচর্মে কোনটি রয়েছে?
ক. ঘামগ্রন্থি খ. তেলগ্রন্থি
গ. স্বেদগ্রন্থি ঘ. লোমকূপ
সঠিক উত্তর : ক
৩১. কোনটি খাদ্যবস্তুকে লালার সঙ্গে মিশ্রিত করতে সাহায্য করে?
ক. দাঁত খ. জিহ্বা
গ. মাড়ি ঘ. আলজিহ্বা
সঠিক উত্তর : খ
৩২. শ্লেষ্মা ঝিল্লির আবরণ থাকে কোথায়?
ক. জিহ্বে খ. নাকে
গ. কানে ঘ. ত্বকে
সঠিক উত্তর : ক
৩৩. স্টেপিসের কাজ কী?
ক. দেখা খ. স্বাদ গ্রহণ
গ. শব্দ শোনা ঘ. শব্দ পরিবহণ
সঠিক উত্তর : ঘ
৩৪. মধ্যকর্ণের তিনটি অংশ —
i. ম্যালিয়াস
ii. স্টেপিস
iii. ইনকাস
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৩৫. ত্বকের স্তরের সংখ্যা কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
সঠিক উত্তর : ক
৩৬. চোখের রেটিনায় কয় ধরনের কোষ থাকে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
সঠিক উত্তর : ক
৩৭. কথা বলা শিখতে হলে কোন অঙ্গের গুরুত্ব সবচেয়ে বেশি?
ক. কান খ. নাক
গ. জিহ্বা ঘ. চোখ
সঠিক উত্তর : ক
৩৮. আইরিশ কী দিয়ে তৈরি?
ক. রড খ. কোন
গ. পেশি ঘ. সিলিয়ারি
সঠিক উত্তর : গ
৩৯. চোখের রেটিনায় থাকে —
i. রড
ii. কোন
iii. ইনকাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
৪০. ককলিয়ার ভেতরে কী থাকে?
ক. শ্রবণসংবেদি কোষ
খ. স্যাকুলাস
গ. পেশি
ঘ. সিলিয়ারি
সঠিক উত্তর : ক
আরো পড়ুনঃ-
১। ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২। ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩। ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪। ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর