জীববিজ্ঞান
রক্ততঞ্চন বলতে কী বোঝায়? রক্তের কাজ কি?
যে প্রক্রিয়ায় দেহের ক্ষতস্থানে ফাইব্রিন জালক গঠনের মাধ্যমে রক্তকণিকা আবদ্ধ হয়ে রক্তপাত বন্ধ হয় এবং রক্তের অবশিষ্টাংশ জমে যায় তাকে রক্ততঞ্চন বলে। রক্ত তঞ্চনের ফলে দেহ থেকে অপ্রয়োজনীয় রক্তপাত বন্ধ হয়।
রক্তের কাজ কি?
রক্তের কাজগুলো হচ্ছে– ১. রক্ত দেহের অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়। ২. শরীরের বিভিন্ন স্থানে অক্সিজেন পরিবহন করে। ৩. দেহে কোন রোগ জীবাণু প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা তাদের ধ্বংস করে দেহকে সুস্থ রাখে। ৪. দেহের কোন অংশ কেটে গেলে অথবা রক্তনালি ক্ষতিগ্রস্ত হলে অণুচক্রিকা রক্ত জমাট বেঁধে রক্তক্ষরণ বন্ধ করে। ৫. উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে রক্ত তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। ৬. রক্ত হরমোন পরিবহন করে দেহের প্রয়োজনীয় স্থানে পৌঁছে দেয়।