মুক্তবাজার অর্থনীতি ও ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?
মুক্তবাজার অর্থনীতি
ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতি বলে। এই অর্থনৈতিক ব্যবস্থায় দ্রব্যের উৎপাদন, বণ্টন, ভােগ সবই বাজারে দ্রব্যের চাহিদা ও যােগানের পারস্পরিক ক্রিয়া-বিক্রিয়া দ্বারা পরিচালিত হয়। ধনতান্ত্রিক বা মুক্তবাজার অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সমাজের ব্যক্তিমালিকানা এবং উৎপাদন ও ভােগের ক্ষেত্রে ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা।
ব্যষ্টিক অর্থনীতি
‘ব্যষ্টিক’ এর ইংরেজি প্রতিশব্দ হলো ‘Micro’। প্রাচীন গ্রীক শব্দ ‘Mikros’ হতে ইংরেজি ‘Micro’ শব্দটির উৎপত্তি। আভিধানিক অর্থে ‘মাইক্রো’ (Micro) শব্দটির অর্থ হলো ক্ষুদ্র। অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র অংশের বা এককের অর্থনৈতিক আচরণ বিশ্লেষণ করা হয় তাকেই ব্যষ্টিক অর্থনীতি (Micro economics) বলে। ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির ক্ষুদ্রত্বের দিক বা খণ্ডত্বের দিক আলোচনা করা হয়। ব্যষ্টিক অর্থনীতি হলো অর্থ ব্যবস্থার অংশ বিশেষের আলোচনা।