ইলেকট্রনিক্স

মাল্টিমিটার কি? মাল্টিমিটার এর গঠন। What is Multimeter in Bengali?

মাল্টিমিটার একটি ইলেকট্রনিক যন্ত্র, যার সাহায্যে রোধ, তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য পরিমাপ করা যায়। এর সাহায্যে AC এবং DC উভয় ধরনের কারেন্ট এবং ভোল্টেজ মাপা যায়। একে AVO মিটারও বলা হয়। AVO যথাক্রমে Ampere, Volt এবং Ohm এর সংক্ষিপ্ত রূপ। মাল্টিমিটার এনালগ ও ডিজিটাল উভয় ধরনের হতে পারে। নিম্নে একটি ডিজিটাল মাল্টিমিটারের গঠন প্রক্রিয়া বর্ণনা করা হলো:
গঠন : ডিজিটাল মাল্টিমিটার মূলত প্রিন্টেড সার্কিট বোর্ডের উপর বিভিন্ন ধরনের IC (Integrated Circuit) এবং LSIC (Large Scale Integration Circuit) ও অন্যান্য বৈদ্যুতিক Components সমন্বয়ে গঠিত। মাল্টিমিটারের পর্দায় দেখার জন্য LED (Light Emitting Diode) ব্যবহার করা হয়। এতে (ডিজিটাল মাল্টিমিটারে) Selector Switch রয়েছে। Switch নব ঘুরিয়ে প্রয়োজন মত কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স অংশে স্থাপন করা যায়।
প্রত্যেক অংশে আবার বিভিন্ন রেঞ্জ নির্দেশক দাগ কাটা রয়েছে। নির্দিষ্ট দাগ সুইচ নব স্থাপন করলে স্বয়ংক্রিয়ভাবে মিটার ঐ রেঞ্জের কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারে। ডিজিটাল মাল্টিমিটারের ভিতরের ব্যাটারি দুর্বল হলে স্ক্রীনে স্বল্প আলো এবং কাঁপা কাঁপা মান দেখায়। এ অবস্থায় ব্যাটারি পরিবর্তন করা দরকার।

আরো পড়ুনঃ-

১। ক্যাপাসিটর কি? ক্যাপাসিটর কত প্রকার ও কি কি? (Capacitor in Bengali)

২। ট্রানজিস্টর (Transistor) কাকে বলে? ট্রানজিস্টর কত প্রকার ও কি কি?

৩। মসফেট কি? What is MOSFET in Bengali?

৪। সমন্বিত বর্তনী বা আইসি কি? What is Integrated circuit in Bengali/Bangla?

৫। এনার্জি মিটার (Energy meter) কি? এনার্জি মিটারের প্রকারভেদ।

৬। মেগার কি? মেগারের গঠন। What is Megger in Bengali?

৭। স্টপ ওয়াচ (Stopwatch) কি? স্টপওয়াচ কী কী কাজে ব্যবহার করা হয়?

৮। মাল্টিমিটার কি? মাল্টিমিটার এর গঠন। What is Multimeter in Bengali?

৯। এনার্জি মিটার (Energy Meter) কাকে বলে? এনার্জি মিটার কত প্রকার ও কি কি?

১০। থার্মিস্টর কি? থার্মিস্টরের প্রকারভেদ। What is Thermistor in Bengali?

১১। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট (Digital instruments) বলতে কি বুঝায়?

১২। মডুলেশন ও ডিমডুলেশন কাকে বলে? মডুলেশন ও ডিমডুলেশন এর প্রকারভেদ।

১৩। ফেজ লিমিটার কি? ফেজ লিমিটার এর কাজ কি?

১৪। অ্যামপ্লিফায়ার কি? অ্যামপ্লিফায়ার কত প্রকার? What is Amplifier in Bengali?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button