ভূগোল

মহাবিষুব ও জলবিষুব কাকে বলে?

মহাবিষুবঃ ২১ মার্চ তারিখে সূর্যকিরণ নিরক্ষরেখার ওপর লম্বভাবে পতিত হয় এবং উত্তর ও দক্ষিণ মেরু সূর্য থেকে সমান দূরে থাকে। সূর্য ঠিক পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। পৃথিবীর এক অর্ধাংশ সূর্যের সম্মুখীন হয়। এ দিন পৃথিবীর সর্বত্র দিনরাত সমান হয় অর্থাৎ ১২ ঘণ্টা দিন এবং ১২ ঘণ্টা রাত হয়। সূর্যালোক সুমেরু থেকে কুমেরু পর্যন্ত পাওয়া যায়। এ দিনটিকে মহাবিষুব বলে।

জলবিষুবঃ পৃথিবী সূর্যকে পরিক্রমণকালে ২৩ সেপ্টেম্বর তার কক্ষপথের এমন এক স্থানে আসে যখন সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয় এবং উভয় গোলার্ধ সূর্য থেকে সমান দূরে থাকে। এ দিন পৃথিবীর সর্বত্র দিন রাত সমান হয় এবং সূর্যের আলো সুমেরু থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত হয়। এ দিনটিকে জলবিষুব বলে।

আরো পড়ুনঃ-

১। অক্ষরেখা কাকে বলে? অক্ষরেখার বৈশিষ্ট্য কি কি?

২। বিষুবরেখা কাকে বলে? বিষুবরেখার অপর নাম কি?

৩। স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে?

৪। সমাক্ষ রেখা কাকে বলে?

৫। কর্কটক্রান্তি রেখা কাকে বলে?

৬। ঋতু পরিবর্তন কাকে বলে? ঋতু পরিবর্তনের কারণ কি?

৭। কোয়াসার কি? What is Quasar in Bengali/Bangla?

৮। বিগব্যাঙ তত্ত্ব কি? What is Big Bang theory in Bengali/Bangla?

৯। নক্ষত্র পতন কাকে বলে? ব্যাখ্যা করো।

১০। সৌরজগৎ কাকে বলে? সৌরজগতের গ্রহের বর্ণনা। (Solar System in Bengali)

১১। ধূমকেতু কাকে বলে? What is Comet in Bengali?

১২। রেডিও গ্যালাক্সি কাকে বলে? (Radio galaxy in Bengali)

১৩। ছায়াপথ কাকে বলে? নক্ষত্র ও গ্রহের মধ্যে পার্থক্য কি?

১৪। গ্রহ ও উপগ্রহ কীভাবে সৃষ্টি হয়েছে?

১৫। উত্তর অয়নান্ত ও দক্ষিণ অয়নান্ত কাকে বলে?

১৬। অনুসূর কাকে বলে? ব্যাখ্যা করো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button