ভ্যালু প্রিপোজিশন কি?
ভ্যালু প্রিপোজিশন হলো একটি বিজনেস মডেলের প্রাণ। কাস্টমারকে কিভাবে দ্রুত সার্ভিস অথবা পণ্য প্রদান করে সন্তুষ্ট করো যায়। এখানে তার বর্ণনা থাকে। লোকজন কোন প্রতিষ্ঠানের সাথে কেন ব্যবসা করবে? প্রতিষ্ঠানটিতে বাড়তি কি কি সুযোগ সুবিধা আছে ইত্যাদি বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়ে একটি উন্নত ভ্যালু প্রিপোজিশন প্রতিষ্ঠা করতে হয়। কাস্টমারের দৃষ্টিকোণ থেকে পণ্যে বাড়তি অফার, দ্রব্যের অনুসন্ধান এবং বহন খরচ কমানো ইত্যাদি বিষয় ভ্যালু প্রিপোজিশন বিবেচনা করা হয়। উদাহরণ হিসেবে বলা যায় komo.com এটি একটি জনপ্রিয় সাইট যা অন্যান্য বিজনেস প্রতিষ্ঠানের মত সার্ভিস প্রদান করে যেমন যন্ত্রাদি, হালকা খাবার ঔষধপত্র সরবরাহ করে। এরা খুব দ্রুত এবং ব্যস্ততার সাথে সার্ভিস প্রদান করে। বিভিন্ন দোকান ঘুরে ঘুরে মূল্যবান সময় ব্যয় না করে amazon.com থেকে কাক্ষিত বই ক্রয় করা যায়।