ভরের বা পদার্থের নিত্যতা সূত্র বলতে কী বোঝায়?
এ সূত্রটি পদার্থের অবিনাশিতাবাদ সূত্র (Law of indestructibility of matter) নামেও পরিচিত। ১৭৭৪ সালে ফরাসি বিজ্ঞানী ল্যাভয়সিয়ে এ সূত্র আবিষ্কার করেন। এ সূত্রকে বিভিন্নভাবে ব্যক্ত করা যায়:
(১) “পদার্থকে সৃষ্টি করা যায় না বা ধ্বংসও করা যায় না, তাকে এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তর করা যায় মাত্র।”
(২) “যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থসমূহের মোট ভর, বিক্রিয়কগুলোর মোট ভরের সমান থাকে।”
উদাহরণস্বরূপ, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় দুইটি বিক্রিয়ক A ও B এর ভর যথাক্রমে m ও n গ্রাম হয় এবং তাদের মধ্যে বিক্রিয়ার ফলে C, D ও E এ তিনটি পদার্থ উৎপন্ন হয়, যাদের ভর যথাক্রমে x, y ও z তবে উপরিউক্ত সূত্র অনুযায়ী বিক্রিয়ক পদার্থের ভর = উৎপন্ন পদার্থের ভর। অর্থাৎ m + n = x + y + z।
আরো পড়ুনঃ-
১। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র (Faraday’s Law of Electrolysis)
২। গ্যাসের গতিতত্ত্ব (The Kinetic Theory of Gases)
৩। গ্রাহামের ব্যাপন সূত্র (Graham’s Law of Diffusion) ব্যাখ্যা করো।
৬। অ্যাভোগাড্রোর সূত্র (Avogadro’s law) কি?
৭। পলির বর্জন নীতি (Pauli’s Exclusion Principle in Bengali)
৯। হেসের সূত্র কি? What is Hess’s law in Bengali/Bangla?
১০। গ্যাসের সূত্রাবলী। Gas laws in Bengali/Bangla?
১১। ত্রয়ী সূত্র কি? ত্রয়ী সূত্র কে আবিষ্কার করেন?
১২। বয়েলের সূত্র কি? What is Boyle’s law in Bengali/Bangla?
১৩। ডাল্টনের আংশিক চাপ সূত্র কি? (Dalton’s law of partial pressure in Bengali)