বৈদ্যুতিক লিফট কি? বৈদ্যুতিক লিফটের বৈশিষ্ট্য এবং ব্যবহার।
লিফট একটি উত্তোলনকারী ও নিচে গমনকারী যান্ত্রিক ও বৈদ্যুতিক ব্যবস্থা সম্বলিত প্রকোষ্ঠ, যা উলম্ব পথে নিয়ন্ত্রিতভাবে গমণা-গমণ করা যায়। লিফটের প্রকোষ্ঠ উঠা-নামার জন্য বৈদ্যুতিক মোটর ব্যবস্থা থাকে। বৈদ্যুতিক মোটর গিয়ারবিশিষ্ট অথবা গিয়ারবিহীন হতে পারে।
ব্যবহারিক ক্ষেত্রে সাধারণত প্যাসেঞ্জার লিফট, মালপত্র বহনকারী লিফট, ফ্রেইট লিফট, ফর্ক লিফট ইত্যাদি ধরনের হয়।
একটি যাত্রীবাহী লিফট স্থাপনের ক্ষেত্রে নিমলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হয়। যথা– বিল্ডিংয়ের বৈশিষ্ট্য; জনসংখ্যার বৈশিষ্ট্য এবং লিফট চালু থাকার গড় সময় এবং যাত্রীসংখ্যার বহন ক্ষমতা।
বৈদ্যুতিক লিফটের ব্যবহার
বৈদ্যুতিক লিফটের ব্যবহার নিমরূপ–
(ক) শপিং মলে ওঠা-নামার জন্য লিফট ব্যবহৃত হয়।
(খ) উচ্চ ভবনে ওঠা-নামার জন্য লিফট ব্যবহৃত হয়।
(গ) আবাসিক বহুতলবিশিষ্ট ভবনে ওঠা-নামার জন্য লিফট ব্যবহৃত হয়।
(ঘ) আধুনিক আবাসিক হোটেলে আহরণে জন্য লিফট ব্যবহৃত হয়।
(ঙ) বিভাগীয় শহরের বিভিন্ন ব্যাংক লোকজনের চলাফেরার জন্য লিফট ব্যবহৃত হয় ।
(চ) বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে মালামাল, আসবাবপত্র, যন্ত্রপাতি উঠানো-নামানোর জন্য লিফট ব্যবহৃত হয়।