বুনসেন বার্নার কি? What is Bunsen burner in Bengali?
বুনসেন বার্নার পরীক্ষাগারে তাপ প্রদানের জন্য লোহার তৈরি একটি টিউব যার নিচ দিয়ে গ্যাস সরবরাহের ব্যবস্থা থাকে এবং টিউবে বাতাস প্রবেশ নিয়ন্ত্রণের জন্য একটি রিং যুক্ত থাকে।
পরীক্ষাগারে সাধারণত বুনসেন বার্নারে প্রাকৃতিক গ্যাস ও বাতাসের মিশ্রন জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
বুনসেন বার্নার ব্যবহারের কিছু নিরাপত্তা কৌশল—
- বার্নারের ১ ফুট উপরে বা আশেপাশে কোন কাগজ, শুকনা কাঠ অথবা কোন দাহ্য বস্তু রাখা যাবে না।
- ব্যবহারের পূর্বে অ্যাপ্রোন-এর ঢোলা অংশ বা লম্বা চুল ইত্যাদি বেঁধে নিতে হবে।
- বার্নার ব্যবহারের পূর্বে হোস পাইপে কোনো ছিদ্র বা বার্নারের সাথে পাইপের সংযোগ ঠিক আছে কিনা দেখে নিতে হবে।
- বার্নার জ্বালানোর কাজে ম্যাচ ব্যবহার না করে লাইটার/স্পার্কার ব্যবহার করা উত্তম।
- ব্যবহারের পর সাথে সাথেই গ্যাসের চাবি বন্ধ করতে হবে।
- বার্নারের Air hole/বায়ুছিদ্রটি সবসময়ই খোলা এবং পরিষ্কার রাখতে হবে।
- ব্যবহারের পর সময় দিতে হবে বার্নারটিকে ঠাণ্ডা হবার জন্য, এর আগে হাতে স্পর্শ করা যাবে না।
আরো পড়ুন-
১। ব্লিচিং পাউডার (Bleaching powder) কি? সাবান ও ডিটারজেন্টর মধ্যে পার্থক্য কি?
২। ব্যুরেট কি? ব্যুরেট ব্যবহারের কৌশল। (Burette in Bengali)
৩। কনিক্যাল ফ্লাস্ক কি? কনিক্যাল ফ্লাস্ক ব্যবহারের কৌশল। (Conical Flask in Bengali)
৪। ফাস্ট এইড বক্স কি? What is First aid box in Bengali/Bangla?
৫। ফানেল কি? What is Funnel in Bengali?
৬। ডিজিটাল ব্যালেন্স (Digital Balance) কাকে বলে? ডিজিটাল ব্যালেন্স এর ব্যবহার।