বিলুপ্ত প্রজাতি কাকে বলে? মরুভূমি একটি বায়োম- ব্যাখ্যা কর।
বিলুপ্ত প্রজাতি কাকে বলে?
উত্তরঃ বিভিন্ন কারণে সময়ের ব্যবধানে কিছু কিছু প্রজাতি কোনো নির্দিষ্ট অঞ্চল থেকে এমনকি পৃথিবী থেকে চিরতরে ধ্বংস হয়ে গেছে। প্রকৃতিতে যে সকল প্রজাতি পূর্বে ছিল কিন্তু বর্তমানে তাদের কোন অস্তিত্ব পাওয়া যায় না এ ধরনের প্রজাতিকে বিলুপ্ত প্রজাতি বলে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন কারণে প্রজাতির বিলুপ্তি ঘটে থাকে।
মরুভূমি একটি বায়োম- ব্যাখ্যা কর।
উত্তরঃ নির্দিষ্ট পরিবেশ ও জলবায়ুর প্রভাবে বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণীর সমন্বয়ে গড়ে ওঠা বৃহদাকৃতির ভৌগলিক একককে বায়োম বলে। মরুভূমির উষ্ণ ও মরুময় পরিবেশে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ যেমন- ক্যাকটাস, বাবলা, খেজুর ইত্যাদি জন্মে এবং এখানে বিশেষ ধরনের প্রাণীও বাস করে। যেমন- উট, এমু, টাকি, উটপাখি, দুম্বা ইত্যাদি। যেহেতু মরুভূমি বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণীদের সমন্বয়ে গঠিত একটি বড় ভৌগোলিক একক বা ইকোসিস্টেম সেহেতু এটি একটি বায়োম।