পদার্থবিজ্ঞান
বাষ্পীয় চাপ ও বায়ুমণ্ডলীয় চাপের মধ্যে পার্থক্য কি?
বাষ্পীয় চাপ ও বায়ুমণ্ডলীয় চাপের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ
বাষ্পীয় চাপ
১. কোনো তরলের বা কঠিন পদার্থের উপর সাম্যাবস্থায় বাষ্প যে চাপ দেয়, তাকে বাষ্পীয় চাপ বলে।
২. বদ্ধ পাত্র বা আবদ্ধ জায়গার জন্য বাষ্পীয় চাপ প্রযুক্ত হয়।
৩. তাপমাত্রা বৃদ্ধিতে বাষ্পীয় চাপ বৃদ্ধি পায়।
বায়ুমণ্ডলীয় চাপ
১. বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূ-পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ঐ স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে।
২. পরিবেশের বায়ুমণ্ডলের দ্বারা এ চাপ প্রযুক্ত হয়।
৩. তাপমাত্রা বৃদ্ধিতে বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়।