পদার্থবিজ্ঞান

বলের নিরপেক্ষ নীতি কি?

নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে সময়ের সাথে বস্তুর ভরবেগের পরিবর্তন বলের ক্রিয়া অভিমুখে সংঘটিত হবে। কাজেই বলের ক্রিয়া অভিমুখে বস্তুতে যে ভরবেগ থাকবে সময়ের সাথে তাই শুধু পরিবর্তিত হবে। একাধিক বলের ক্ষেত্রেও একের ক্রিয়া অন্যের দ্বারা প্রভাবিত হবে না। বস্তুর উপর বলের ক্রিয়ার এই বৈশিষ্ট্যকে বলের নিরপেক্ষ নীতি বা ভৌত অনির্ভরশীলতা বলা হয়।

নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা যা জানতে পারলাম তা হলো :

  • বস্তুর ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতিক হয়।
  • বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তুটির ত্বরণ বা মন্দন থাকে না।
  • বলের অভিমুখই ত্বরণের অভিমুখ।
  • বস্তুর উপর বল ক্রিয়া করলে বস্তুটি ত্বরণ নিয়ে চলতে থাকে।

আরো পড়ুনঃ-

১। রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র কি? (Conservation of linear momentum in Bengali)

২। নিউটনের মহাকর্ষ সূত্র কাকে বলে? (Newton’s law of universal gravitation in Bengali)

৩। বল বৃদ্ধিকরণ নীতি কাকে বলে?

৪। ওজনহীনতা কি? What is Weightlessness in Bengali?

৫। সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল বলতে কী বোঝায়?

৬। p টাইপ অর্ধ-পরিবাহী তড়িৎ নিরপেক্ষ কি না- ব্যাখ্যা কর।

৭। পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? পাওয়ার ফ্যাক্টর কত প্রকার ও কি কি?

৮। কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলার সময় তাপ উৎপন্ন হয় কেন?

৯। ওহম মিটার কি? What is an Ohmmeter in Bengali/Bangla?

১০। তড়িৎ ক্ষেত্রের বিভব বলতে কী বোঝায়?

১১। জুলের তাপীয় ক্রিয়া কাকে বলে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button