তথ্য প্রযুক্তি
ফ্যাক্স কি? ফ্যাক্স কিভাবে কাজ করে? What is Fax in Bengali?
ফ্যাক্স (Fax) হলাে এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে যে কোনো দলিল, তথ্য, ছবি, ডায়াগ্রাম, লেখা বা কোনো ডকুমেন্ট ইত্যাদি হুবহু কপি করে একস্থান থেকে মুহূর্তের মধ্যে অন্যস্থানে পাঠানো যায়।
ইংরেজি ফ্যাক্সিমিলি (Faxcimile) শব্দের সংক্ষিপ্ত রূপ হলাে ফ্যাক্স (Fax)। Fax এর সাহায্যে টেলিফোন ফটোকপি করা যায় আবার রেকর্ডার (Recorder) হিসাবেও অনেক সময় Fax ব্যবহৃত হয়। ছবি, ম্যাপ ইত্যাদিও (Fax)-এর মাধ্যমে অন্যস্থানে পাঠানো যায়।
ফ্যাক্স কিভাবে কাজ করে?
ফ্যাক্স মেশিনে ইলেকট্রনিক উপায়ে মূল ডকুমেন্টকে স্ক্যানিং করা হয়। এরপর স্ক্যান করা সংকেতকে বাইনারি সংকেতে রূপান্তর করা হয়। এই সংকেত স্ট্যান্ডার্ড মোডেম কৌশল ব্যবহার করে টেলিফোনের মাধ্যমে পাঠানো হয়। গ্রাহক ফ্যাক্স মেশিন প্রেরিত ইলেকট্রনিক সংকেত গ্রহণ করে মোডেমের সাহায্যে ডিমডুলেট করে মূল ডকুমেন্টে পরিণত করে। এরপর একটি প্রিন্টার এই মূল ডকুমেন্টকে হুবুহু ছেপে বের করে।