ফেসবুক কি? ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম কি?
ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট। ২০০৪ সালের ৪ঠা ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ তার অন্য বন্ধুদের নিয়ে এই ওয়েবসাইটটি চালু করেন। ফেসবুকে বিনামূল্যে সদস্য হওয়া যায়। ফেসবুকে ব্যবহারকারীগণ বন্ধু Add করা, তথ্য আদান-প্রদান, ব্যক্তিগত তথ্যাবলি প্রকাশ, আদান-প্রদান ও আপডেট করতে পারে যা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাছাড়া ফেসবুকে অডিও, ভিডিও, এনিমেশন প্রকাশ করা যায়। ফেসবুকে যেকোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব পেজ চালু করতে পারে কিংবা অনেকে মিলে একটা গ্রুপ গঠন করতে পারে। অর্থাৎ ফেসবুক হচ্ছে ওয়েবসাইট। www.stastica.com এর রিপোর্ট মার্চ ২০১৫ অনুযায়ী বিশ্বে facebook ব্যবহারকারীর সংখ্যা ১৪১৫ মিলিয়ন বা ১৪১ কোটি এবং প্রতিনিয়ত ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে।
ফেসবুক প্রোফাইল লক করার নিয়মঃ
যদি আপনি Fb Lite থেকে আপনার Facebook প্রোফাইল ফটো লক করতে চান তাহলে আপনাকে এই স্টেপগুলি ফলো করতে হবে।
প্রথমে আপনার মোবাইল থেকে FB LITE APP টি ওপেন করে লগ ইন করে নেবেন।
আপনার ফেসবুক app টি ওপেন করার পর প্রথমেই দেখতে পাবেন যেখান থেকে আপনি fb এর পোস্ট Create করেন ওর পাশেই আপনার প্রোফাইল Picture থাকবে সেটিতে ক্লিক করুন। (১ নাম্বারের ফটো তে যেটি দেখানো হয়েছে)
সেকেন্ড (দ্বিতীয়ত) এরপর আপনার ফেসবুক প্রোফাইল টি ওপেন হয়ে যাবে হওয়ার পর আবার আপনার ওই প্রোফাইল Picture এর উপর ক্লিক করতে হবে। ( ঠিক যেমন ২ নাম্বার ফটোতে দেখানো হয়েছে ) এরপর আবার আপনার প্রোফাইল Picture টিতে ক্লিক করুন।
থার্ড (তৃতীয়ত) প্রোফাইল Picture টিতে ক্লিক করার পর একটি মেনুতে ওপেন হয়ে যাবে। মেনুতে শেষে যে অপসনটি (Option) দেখতে পাবেন সেটিতে ক্লিক(Click করুন। ( ঠিক যেমন ৩ নাম্বার ফটো তে দেয়া হয়েছে )।