ইন্টারনেট

প্রোটোকল (Protocol) কি?

প্রোটোকল (Protocol) হল কতগুলো নিয়মের সমষ্টি। যেমন– http একটি প্রোটোকল যা HTML ডকুমেন্ট এক্সেস করে বা ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরণের প্রোটোকল তৈরি করেছে। প্রোটোকল বিভিন্ন ধরনের রয়েছে। যেমনঃ PPP, TCO/ IP, SAP, HTTP, এবং FTP অন্তর্ভুক্ত। তবে সবচেয়ে জনপ্রিয় Protocol হচ্ছে HTTP।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button