ভূগোল
প্রাকৃতিক ভূমিক্ষয় কাকে বলে? কালবৈশাখী বলতে কী বুঝ?
প্রাকৃতিক ভূমিক্ষয় কাকে বলে?- জ্ঞানমূলক প্রশ্ন
উত্তরঃ বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তুষারপাত, হিমবাহ, নদী ও সমুদ্রের ঢেউ, মাধ্যাকর্ষণ শক্তির কারণে প্রতিনিয়ত যে ভূমিক্ষয় হয়, তাকে প্রাকৃতিক ভূমিক্ষয় বলে।
কালবৈশাখী বলতে কী বুঝ?- অনুধাবনমূলক প্রশ্ন
উত্তরঃ গ্রীষ্মকালে আমাদের দেশে যে ঝড় হয় তাই কালবৈশাখী নামে পরিচিত। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলেই কালবৈশাখীর সৃষ্টি হয়। সাধারণত বিকেল বেলায় কালবৈশাখী ঝড় বেশি হয়। এ ঝড় সর্বোচ্চ ২০ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। সঞ্চারণশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয়। পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। এটাই কালবৈশাখী।