প্রতিভাবান শিশু কাকে বলে? প্রতিভাবান শিশুর বৈশিষ্ট্য কি কি?
কোনো কোনো শিশু অধিকাংশ শিশুর তুলনায় এক বা একাধিক ক্ষমতার দিক থেকে পারদর্শিতা প্রদর্শন করতে পারে। এমন শিশুকে প্রতিভাবান শিশু বলে।
প্রতিভাবান শিশুর বৈশিষ্ট্য
১. শারীরিক বৈশিষ্ট্য : শারীরিক দিক দিয়ে প্রতিভাবান ও সমবয়সী এবং অন্যান্য শিশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না।
২. বুদ্ধিমত্তা : বুদ্ধি পরিমাপের একককে বলা হয় বুদ্ধাংক বা Intelligence quotient (IQ)। স্বাভাবিক শিশুদের IQ হয় ১০০। কিন্তু ১৩০ এর উপরে হলে তাকে প্রতিভাবান স্বাভাবিক শিশু বলে ধরে নেয়া হয়।
৩. মানসিক দক্ষতা : প্রতিভাবান শিশুদের মানসিক দক্ষতা বেশি হয়। তারা সমস্যা সমাধানের এবং প্রশ্ন করার বিশেষ দক্ষতা রাখে। তারা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করে অনেক কিছু শেখে।
৪. লেখাপড়ার দক্ষতা : লেখাপড়ার ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য সাফল্য প্রদর্শন করে। তাদের মনোযোগ ও স্মরণশক্তি থাকে অসাধারণ।
৫. সৃজনশীলতা : প্রতিভাবান শিশুরা সৃজনশীল হয়। তারা কোনো কিছু উদ্ভাবন করতে পারে, নতুনভাবে চিন্তা করতে পারে।
৬. সামাাজিক দক্ষতা : অনেক সময় প্রতিভাবান শিশুরা সামাজিক ক্ষেত্রে বিশেষ দক্ষতা প্রদর্শন করে। যেমন- নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, দৃঢ় আত্মবিশ্বাস প্রদর্শন ইত্যাদি।
এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। কোন ধরনের শিশুরা একাধিক ক্ষমতার উল্লেখযোগ্য পারদর্শিতা দেখায়?
ক) প্রতিভাবান
খ) বুদ্ধি প্রতিবন্ধী
গ) সাধারণ বুদ্ধিসম্পন্ন
ঘ) অটিস্টিক
সঠিক উত্তর : ক
২। শিশুর মধ্যে বিভিন্ন দক্ষতা ও গুণাবলির সমন্বয় ঘটলে তাকে কোন ধরনের শিশু বলা হবে?
ক) অটিস্টিক
খ) দক্ষতাসম্পন্ন
গ) প্রতিভাবান
ঘ) সাধারণ
সঠিক উত্তর : গ
৩। প্রতিভাবান শিশুদের উন্নত পরিবেশ প্রয়োজন কেন?
ক) ভালোভাবে শেখার জন্য
খ) খেলাধুলা করার জন্য
গ) প্রতিভার সর্বোচ্চ বিকাশের জন্য
ঘ) চিন্তা করার জন্য
সঠিক উত্তর : গ
৪। বুদ্ধি পরিমাপের একককে কী বলে?
ক) বুদ্ধাংক
খ) গণনাংক
গ) ফলাংক
ঘ) সাফলাংক
সঠিক উত্তর : ক
৫। সাধারণ বুদ্ধিসম্পন্ন শিশুর IQ কত?
ক) ৭০
খ) ১০০
গ) ১১০
ঘ) ১৩০
সঠিক উত্তর : খ
৬। বুদ্ধি প্রতিবন্ধীদের IQ সাধারণত কত এর নিচে থাকে?
ক) ৭০
খ) ৮০
গ) ৯০
ঘ) ১০০
সঠিক উত্তর : ক
৭। প্রতিভাবান শিশুদের IQ কত এর বেশি থাকে?
ক) ১০০
খ) ১১০
গ) ১২০
ঘ) ১৩০
সঠিক উত্তর : ঘ
৮। কোন ধরনের শিশুরা লেখাপড়ায় উল্লেখযোগ্য সাফল্য প্রদর্শন করে?
ক) সাধারণ
খ) দৃষ্টি প্রতিবন্ধী
গ) অটিস্টিক
ঘ) প্রতিভাবান
সঠিক উত্তর : ঘ
৯। প্রতিভাবান শিশুর বহুবিধ বিষয়ে জ্ঞান অর্জনের ব্যবস্থা করা প্রয়োজন কেন?
ক) আরও প্রতিভাবান হওয়ার জন্য
খ) নেতৃত্ব দেওয়ার জন্য
গ) অন্যদের চেয়ে আলাদা হওয়ার জন্য
ঘ) ক্ষমতার পূর্ণ বিকাশের জন্য
সঠিক উত্তর : ঘ
১০। প্রতিভাবান শিশুর বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি?
ক) বন্ধুদের সহযোগিতা
খ) শিক্ষকের সান্নিধ্য
গ) উন্নত পরিবেশ
ঘ) স্বজনদের উৎসাহ
সঠিক উত্তর : গ
১১। বুদ্ধিমত্তার সর্বোচ্চ বিকাশ কীভাবে ঘটে?
ক) দৃঢ় আত্মবিশ্বাসের মাধ্যমে
খ) উপযুক্ত পরিবেশ
গ) পারদর্শিতার মাধ্যমে
ঘ) নেতৃত্বের মাধ্যমে
সঠিক উত্তর : খ