প্রতিফলন কত প্রকার ও কি কি?
প্রতিফলন দুই প্রকার। যথা : (১) নিয়মিত প্রতিফলন ও (২) ব্যাপ্ত প্রতিফলন।
- নিয়মিত প্রতিফলন : সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল, অভিসারী বা অপসারী হলে তাকে নিয়মিত প্রতিফলন বলে।
- ব্যাপ্ত প্রতিফলন : সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল, অভিসারী বা অপসারী না হলে তাকে ব্যাপ্ত প্রতিফলন বলে।
আরো পড়ুনঃ-
১। সদ প্রতিবিম্ব ও অসদ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য কি
২। আলোক রশ্মি ও আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে?
৩। প্রিজমের সংজ্ঞা কি? What is a Prism simple definition?
৫। মরীচিকা কি? মরীচিকা কিভাবে সৃষ্টি হয়?
৬। আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণের নিয়ম কি কি?
৭। উড্ডয়ন উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না কেন? ব্যাখ্যা কর।
৮। নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য কি?
৯। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে?
১০। বিম্ব কাকে বলে? বিম্ব কত প্রকার ও কি কি?
১১। সদ বিম্ব ও অসদ বিম্বের মধ্যে পার্থক্য কি?
১২। আপতন কোণ ও প্রতিফলন কোণ কাকে বলে?
১৩। ক্রান্তি কোণ কাকে বলে? হীরকের সংকট কোণ 24° বলতে কি বুঝায়?
১৪। অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? অণুবীক্ষণ যন্ত্র কত প্রকার ও কি কি?