পঞ্চম অধ্যায় : সামাজিকীকরণ ও উন্নয়ন, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. সামাজিকীকরণ কী?
উত্তর : নতুন নিয়মকানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশের সঙ্গে নিজেকে খাপ-খাইয়ে চলার প্রক্রিয়াই হলো সামাজিকীকরণ।
প্রশ্ন-২. সামাজিকীকরণ কী ধরনের প্রক্রিয়া?
উত্তর : সামাজিকীকরণ জীবনব্যাপী প্রক্রিয়া।
প্রশ্ন-৩. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন প্রক্রিয়া চলতে থাকে?
উত্তর : জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিকীকরণ প্রক্রিয়া চলতে থাকে।
প্রশ্ন-৪. সামাজিকীকরণ প্রক্রিয়ায় ব্যক্তি সমাজজীবনে কীরূপ আচরণের উপযোগী হয়ে ওঠে?
উত্তর : সামাজিকীকরণ প্রক্রিয়ায় ব্যক্তি সমাজজীবনে কাঙ্ক্ষিত আচরণের উপযোগী হয়ে ওঠে।
প্রশ্ন-৫. কোনটির প্রভাবে মানুষ সমাজ উপযোগী হয়ে ওঠে?
উত্তর : সামাজিকীকরণের প্রভাবে মানুষ সমাজ উপযোগী হয়ে ওঠে।
প্রশ্ন-৬. সামাজিকীকরণ প্রক্রিয়ায় ব্যক্তি কোন গুণগুলো আয়ত্ব করে?
উত্তর : সমাজের নিয়ম-নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি গুণগুলো সামাজিকীকরণ প্রক্রিয়ায় ব্যক্তি আয়ত্ত্ব করে থাকে।
প্রশ্ন-৭. ব্যক্তিকে সমাজের নিয়ম-নীতি, আদর্শ-অভ্যাস আয়ত্ব করতে হয় কেন?
উত্তর : কাঙ্ক্ষিত ও সুস্থ জীবনের জন্য।
প্রশ্ন-৮. উন্নয়নশীল দেশে জনশিক্ষার একটি প্রধান মাধ্যম কোনটি?
উত্তর : উন্নয়নশীল দেশে জনশিক্ষার একটি প্রধান মাধ্যম হচ্ছে সংবাদপত্র।
প্রশ্ন-৯. ই-মেইল কথাটির পূর্ণরূপ কী?
উত্তর : ই-মেইল কথাটির পূর্ণরূপ হলো ইলেক্ট্রনিক মেইল।
প্রশ্ন-১০. কোনটির মধ্যদিয়ে ব্যক্তি সমাজের নিয়মরীতি ও প্রত্যাশিত আচরণের উপযোগী হয়ে গড়ে ওঠে?
উত্তর : সামাজিকীকরণের মধ্যদিয়ে ব্যক্তি সমাজের নিয়মরীতি ও প্রত্যাশিত আচরণের উপযোগী হয়ে গড়ে ওঠে।
প্রশ্ন-১১. স্থানীয় মানুষের ভাষাভঙ্গি ও মূল্যবোধ কার আচরণে প্রভাব ফেলে?
উত্তর : স্থানীয় মানুষের ভাষাভঙ্গি ও মূল্যবোধ শিশুর আচরণে প্রভাব ফেলে।
প্রশ্ন-১২. কোনটি আপন সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টি করে?
উত্তর : সংবাদপত্র আপন সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টি করে।
প্রশ্ন-১৩. কোনটি মানুষের মনের সংকীর্ণতা দূর করে?
উত্তর : সংবাদপত্র মানুষের মনের সংকীর্ণতা দূর করে।
প্রশ্ন-১৪. বর্তমানে দেশ বা দেশের বাইরে এক মানুষের সঙ্গে অন্য মানুষের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে কোন প্রযুক্তি?
উত্তর : ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরে এক মানুষের সঙ্গে অন্য মানুষের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে।
প্রশ্ন-১৫. কোনটির মাধ্যমে খুব অল্প সময়ে ও কম খরচে দেশে-বিদেশে চিঠি ও তথ্য আদান-প্রদান করা যায়?
উত্তর : ই মেইলের মাধ্যমে খুব অল্প সময়ে ও কম খরচে দেশে-বিদেশে চিঠি ও তথ্য আদান-প্রদান করা যায়।
প্রশ্ন-১৬. মেধা ও চিন্তার বিকাশ এবং পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে চলতে বর্তমানে কোনটির কোনো বিকল্প নেই?
উত্তর : মেধা ও চিন্তার বিকাশ এবং পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে চলতে বর্তমানে ই-মেইলের কোনো বিকল্প নেই।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. যোগাযোগের ক্ষেত্রে ভাষা গুরুত্বপূর্ণ কেন? [ঢা. বো. ১৯]
উত্তর : ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হয় বলে যোগাযোগের ক্ষেত্রে ভাষা গুরুত্বপূর্ণ।
মানুষ ভাষার মাধ্যমে সবচেয়ে বেশি মনের ভাব প্রকাশ করতে পারে। সমাজ ও সংস্কৃতির বিভিন্ন বিষয় ভাষার মাধ্যমে সঞ্চালিত হয়। তাছাড়া একে অন্যকে জানা, দেশ-বিদেশ সম্পর্কে জ্ঞানার্জন, শিক্ষা গ্রহণ সবই চলে ভাষার মাধ্যমে। এ কারণে যোগাযোগের ক্ষেত্রে ভাষা গুরুত্বপূর্ণ।
প্রশ্ন-২. সমাজের ওপর টেলিভিশনের নেতিবাচক প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর : সমাজের ওপর টেলিভিশনের নানা নেতিবাচক প্রভাব রয়েছে।
টেলিভিশনের সস্তা বিনোদনমূলক বা কুরুচিপূর্ণ অনুষ্ঠান সমাজের বিশেষ করে শিশু-কিশোরদের মনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। তাছাড়া রাত জেগে টেলিভিশন অনুষ্ঠান দেখার ফলে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় ক্ষতি হয়।
প্রশ্ন-৩. সামাজিকীকরণের মাধ্যম হিসেবে চলচ্চিত্রের গুরুত্ব কিরূপ?
উত্তর : সামাজিকীকরণের মাধ্যম হিসেবে চলচ্চিত্র নানাদিক থেকে গুরুত্বপূর্ণ। সুস্থ, রুচিশীল ও শিক্ষামূলক চলচ্চিত্র মানুষকে আনন্দ দেয়ার পাশাপাশি তাদের মধ্যে মূল্যবোধ, মানবিকতা ও সহমর্মিতার বোধ জাগিয়ে তোলার মাধ্যমে সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রশ্ন-৪. ব্যক্তির সামাজিকীকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব ব্যাখ্যা কর?
উত্তর : ব্যক্তির সামাজিকীকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব খুবই ব্যাপক। ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরে এক মানুষের সঙ্গে অন্য মানুষের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে। আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবদের সঙ্গে ভাববিনিময়, পরস্পরের খোঁজখবর নেয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্যবিনিময় সংক্রান্ত আলোচনা, চুক্তি ইত্যাদি এখন ঘরে বসেও অল্প সময়েই করা যায়। এভাবে ব্যক্তির সামাজিকীকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রশ্ন-৫. স্থানীয় সমাজ কীভাবে সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
উত্তর : পরিবারের পর স্থানীয় সমাজই শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারপাশের মানুষের আচার আচরণ ও রীতিনীতি দেখতে দেখতে শিশু বেড়ে ওঠে। এভাবেই সে সমাজের রীতিনীতি শিখে যায়। স্থানীয় মানুষের ভাষাভঙ্গি ও মূল্যবোধ তার আচরণে প্রভাব ফেলে।