অর্থনীতি

নিকাশ ঘর কি? চলতি আমানত হিসাবের সুবিধা ও অসুবিধা লিখ।

নিকাশ ঘর হলো এমন একটি পদ্ধতি বা প্রতিষ্ঠান যার মাধ্যমে কোনো নির্দিষ্ট অঞ্চল বা দেশের তালিকাভুক্ত ব্যাংকগুলো তাদের পরস্পরের মধ্যকার দেনা-পাওনা নিষ্পত্তিকরণের জন্য কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট কোনো স্থানে নির্দিষ্ট সময়ে একত্রিত হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি করে।

চলতি আমানত হিসাবের সুবিধা ও অসুবিধা লিখ।

সুবিধাসমূহ

  • ব্যাংক চলাকালীন সময়ে এই হিসাব হতে যতবার খুশি টাকা তােলা যায়।
  • অনেক সময় এই হিসাবের কিছু মুনাফাও দেওয়া হয়।
  • এই হিসাবের মাধ্যমে নগদ টাকা লেনদেনের ঝুঁকি কমানাে যায়। কারণ, আমানতকারী চেকের মাধ্যমে দেনা পরিশােধ করতে পারে।
  • এই হিসাব মক্কেলদের বিনা খরচে খুলতে দেওয়া হয়।
  • এই হিসাব থেকে জমার অতিরিক্ত ঋণ নেওয়া যায়।
  • এই হিসাবে অন্য কোন ব্যাংকের চেক, বিল ইত্যাদি জমা দিয়ে আমানতকারী অর্থ সংগ্রহ করতে পারে।
  • এই হিসাবের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের লেনদেনও করা যায়।
অসুবিধাসমূহ
  • একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে এই হিসাব খুলতে হয়।
  • একটা নির্দিষ্ট ন্যূনতম পরিমাণ টাকা সবসময়ই হিসাবে রাখতে হয়।
  • এই হিসাব বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া কোন প্রকার সুদ দেয় না।
  • সমাজের সকল মানুষের জন্য এই হিসাব সুবিধাজনক নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button