নবম-দশম শ্রেণির তৃতীয় অধ্যায় : মানসিক স্বাস্থ্য ও অবসাদ
‘বিবর্তন তত্ত্বের’ প্রবর্তক কে ছিলেন?
উত্তরঃ ডারউইন।
অবসাদ কী?
উত্তরঃ কর্মশক্তি হ্রাস।
মানুষের আচরণের বৈপরীত্যকে কী বলা হয়?
উত্তরঃ অস্বাভাবিকতা।
প্রেষণা কী?
উত্তরঃ যার প্রভাবে একটানা কাজ করেও কোনো ধরনের অবসাদ আসে না তাই প্রেষণা।
ট্রপিজম কি?
উত্তরঃ ট্রপিজম হলো নিম্নশ্রেণির প্রাণী এবং উদ্ভিদের সরলতম অভিযোজনমূলক প্যাটার্ন প্রতিক্রিয়া।
স্বাস্থ্য কী?
উত্তরঃ শারীরিক সুস্থতা বা নীরোগ অবস্থাই হলো স্বাস্থ্য।
চার্লস ডারউইন কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
উত্তরঃ চার্লস ডারউইন ইংল্যান্ডের বিজ্ঞানী ছিলেন।
মানসিক স্বাস্থ্য কী?
উত্তরঃ ব্যক্তির ব্যক্তিসত্তার পূর্ণ সামঞ্জস্যমূলক শারীরিক ও মানসিক ক্রিয়াকলাপকে মানসিক স্বাস্থ্য বলা হয়।
স্বাস্থ্যনীতির মূখ্য উদ্দেশ্য কী?
উত্তরঃ স্বাস্থ্যনীতির মূখ্য উদ্দেশ্য হলো– রোগ প্রতিরোধ করা।
আরো পড়ুনঃ-
১। নবম-দশম শ্রেণির প্রথম অধ্যায় : সুস্থজীবনের জন্য শারীরিক শিক্ষা
২। দ্বিতীয় অধ্যায় : শারীরিক সক্ষমতা, নবম-দশম শ্রেণির শারীরিক শিক্ষা
৩। পঞ্চম অধ্যায় : স্বাস্থ্যের জন্য পুষ্টি, শারিরীক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা