রসায়ন
দর্শক আয়ন কি? তড়িৎ কোষে লবণ সেতুর ভূমিকা লিখ।
যেসব আয়ন রাসায়নিক বিক্রিয়ার সময় জারক ও বিজারকরূপে ক্রিয়া করে না অর্থাৎ জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না তাদেরকে দর্শক আয়ন বলে।
তড়িৎ কোষে লবণ সেতুর ভূমিকা লিখ।
তড়িৎ রাসায়নিক কোষের জারণ ও বিজারণ বিক্রিয়ার সময় জারণ অর্ধকোষে ক্যাটায়ন ও বিজারণ অর্ধকোষে অ্যানায়নের আধিক্য ঘটে। ফলে তড়িৎ প্রবাহ ব্যাহত হয় এবং হ্রাস পেতে পেতে এক সময় বন্ধ হয়ে যায়। যে কারণে পূর্ণাঙ্গ তড়িৎ রাসায়নিক কোষ গঠনের ক্ষেত্রে লবণ সেতু ব্যবহার করা হয়। লবণ সেতুতে বর্তমান তড়িৎবিশ্লেষ্য ক্যাটায়ন ও আনায়ন অর্ধকোষের দ্রবণে পরিব্যপ্ত হয়ে উভয় দ্রবণের তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে।