পদার্থবিজ্ঞান

তড়িৎ চুম্বকীয় বর্ণালী কাকে বলে?

তড়িৎ চুম্বকীয় বিকিরণের অন্তর্ভুক্ত রয়েছে দৃশ্যমান আলো (Visible-Light), অবলোহিত বিকিরণ (Infrared Radiation), বেতার তরঙ্গ (Radio Wave), অতিবেগুনী বিকিরণ (Ultraviolet Radiation), এক্স-রে (X-ray) ও গামা রশ্মি (Y-ray)। এসব বিকিরণ যে বর্ণালীর সৃষ্টি করে তাকে তড়িৎ চুম্বকীয় বর্ণালী বলে।

আরো পড়ুনঃ-

১। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া কাকে বলে?

২। ম্যাক্সওয়েলের তাড়িতচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো।

৩। তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ চুম্বক এর ব্যবহার ও সুবিধা।

৪। স্থায়ী চুম্বক কাকে বলে? স্থায়ী চুম্বক ও অস্থায়ী চুম্বকের মধ্যে পার্থক্য কি?

৫। লেঞ্জের সূত্র কি? What is Lenz law in Bengali/Bangla?

৬। চুম্বক কি? চুম্বকের ধর্ম, শ্রেণিবিভাগ এবং প্রয়োগ। (Magnet in Bengali)

৭। প্যারা-ম্যাগনেটিক, ডায়া-ম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে?

৮। কৃত্রিম চুম্বক (Artificial magnet) কাকে বলে? প্রাকৃতিক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য কি?

৯। চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য কি?

১০। চৌম্বক বলরেখা কাকে বলে? চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য কি কি?

১১। ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্র (Faraday’s Law of Electromagnetic Induction)

১২। তড়িৎ চুম্বকীয় বিকিরণ কাকে বলে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button