তড়িৎ চুম্বকীয় বর্ণালী কাকে বলে?
তড়িৎ চুম্বকীয় বিকিরণের অন্তর্ভুক্ত রয়েছে দৃশ্যমান আলো (Visible-Light), অবলোহিত বিকিরণ (Infrared Radiation), বেতার তরঙ্গ (Radio Wave), অতিবেগুনী বিকিরণ (Ultraviolet Radiation), এক্স-রে (X-ray) ও গামা রশ্মি (Y-ray)। এসব বিকিরণ যে বর্ণালীর সৃষ্টি করে তাকে তড়িৎ চুম্বকীয় বর্ণালী বলে।
আরো পড়ুনঃ-
১। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া কাকে বলে?
২। ম্যাক্সওয়েলের তাড়িতচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো।
৩। তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ চুম্বক এর ব্যবহার ও সুবিধা।
৪। স্থায়ী চুম্বক কাকে বলে? স্থায়ী চুম্বক ও অস্থায়ী চুম্বকের মধ্যে পার্থক্য কি?
৫। লেঞ্জের সূত্র কি? What is Lenz law in Bengali/Bangla?
৬। চুম্বক কি? চুম্বকের ধর্ম, শ্রেণিবিভাগ এবং প্রয়োগ। (Magnet in Bengali)
৭। প্যারা-ম্যাগনেটিক, ডায়া-ম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে?
৮। কৃত্রিম চুম্বক (Artificial magnet) কাকে বলে? প্রাকৃতিক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য কি?
৯। চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য কি?
১০। চৌম্বক বলরেখা কাকে বলে? চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য কি কি?
১১। ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্র (Faraday’s Law of Electromagnetic Induction)