ডেটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি?
ডেটা
- ডেটা হলাে তথ্যের ক্ষুদ্রতম একক। অর্থাৎ ডেটা একটি একক ধারণা।
- সব উপাত্ত তথ্য নয়।
- এটি সব সময় অর্থপূর্ণ নয়।
- সরাসরি ব্যবহার করা যায় না।
- উপাত্তকে প্রক্রিয়াকরণ করতে হয়।
- ডেটা তথ্যের কাচামাল হিসাবে ব্যবহৃত হয়।
- ডেটা সজ্জিত অবস্থায় থাকে না।
- ডেটা থেকে কোনাে বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করা যায় না।
- ডেটা ইনপুট স্বরূপ।
ইনফরমেশন
সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃংখল যে ফলাফল পাওয়া যায় তাকেই বলা হয় তথ্য বা ইনফরমেশন। তথ্য বিভিন্ন ধরনের হতে পারে যেমন নম্বরভিত্তিক ফলাফল, ব্যবসায়িক রিপাের্ট, বৈজ্ঞানিক গবেষণার ফলাফল ইত্যাদি। ডেটা একটি একক ধারণা এবং তথ্য সমন্বিত ধারণা।
- এক বা একাধিক ডেটা প্রক্রিয়াকরণের পর যে অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বলে। অর্থাৎ তথ্য একটি সমন্বিত ধারণা।
- সব তথ্য উপাত্ত হতে পারে।
- এটি সব সময় অর্থপূর্ণ।
- সরাসরি ব্যবহার করা যায় ।
- সাধারনত প্রক্রিয়াকরণ করতে হয় না।
- কাঁচামাল (ডেটা) প্রক্রিয়াকরণের পর তথ্যে রূপান্তরিত হয়।
- তথ্য সজ্জিত অবস্থায় থাকে।
- তথ্য থেকে কোন বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করা যায়।
- তথ্য আউটপুট স্বরূপ।
আরো পড়ুনঃ-
১। ডাটা সর্টিং বা সাজানো বলতে কি বুঝায়? (Data Sorting in Bengali)
২। কুয়েরি কি? কত প্রকার ও কি কি? (What is Query in Bengali?)
৩। ডেটা রিকভারি বলতে কী বোঝায়? ডেটা রিকভারির পদ্ধতিগুলাে কি কি?
৪। ডাটা সিকিউরিটি বলতে কি বুঝায়? ডাটা সিকিউরিটি গুরুত্বপূর্ণ বিষয় কেন?
৫। ম্যানুয়াল ডেটা প্রসেসিং ও ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এর মধ্যে পার্থক্য কি?
৬। ডেটা হায়ারার্কি কি? ডেটা হায়ারার্কি এর অংশ কয়টি? (Data hierarchy in Bengali)
৭। ইনডেক্সিং কি? ইনডেক্সিং এর বৈশিষ্ট্য। (Indexing in Bengali)
৮। ডাটাবেস প্রোগ্রাম কাকে বলে? ডাটাবেস প্রোগ্রাম এর বৈশিষ্ট্য কি কি?
৯। ভাউচার কি? ভাউচার কত প্রকার? (Voucher in Bengali)
১০। ডেটাবেজ (Database) বলতে কি বুঝায়? ডেটাবেজ ব্যবহারের সুবিধা ও অসুবিধা।