তথ্য প্রযুক্তি

ডিজিটাল কনটেন্ট (Digital Content) কি? ডিজিটাল কনটেন্টের প্রকারভেদ

ডিজিটাল কনটেন্ট হচ্ছে ডিজিটাল মাধ্যমে প্রকাশিত তথ্য, ছবি, শব্দ কিংবা ভিডিও।

ডিজিটাল কনটেন্ট এর প্রকারভেদ
ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনাে তথ্য, ছবি, শব্দ কিংবা উভয়ই ডিজিটাল কনটেন্ট। কাজেই নানাভাবে ডিজিটাল কনটেন্টকে ভাগ করা যায়। তবে, ডিজিটাল কনটেন্টকে প্রধান চারটি ভাগে ভাগ করা যায়।
১. টেক্সট বা লিখিত কনটেন্ট
২. ছবি
৩. শব্দ বা অডিও এবং
৪. ভিডিও ও এনিমেশন।

টেক্সট বা লিখিত কনটেন্ট: ডিজিটাল মাধ্যমে প্রকাশিত লিখিত তথ্যের পরিমাণই বেশি। সব ধরনের লিখিত তথ্য এই শ্রেণীর কনটেন্ট। এর মধ্য রয়েছে নিবন্ধ, ব্লগ পােস্ট, পণ্য বা সেবার তালিকা ও বর্ণনা, পণ্যের মূল্যায়ন, ই-বুক সংবাদপত্র, শ্বেতপত্র ইত্যাদি।

ছবি: সব ধরনের ছবি, ক্যামেরায় তােলা বা হাতে আঁকা বা কম্পিউটারে তৈরি সকল ধরনের ছবি এই শ্রেণীর কনটেন্ট। এর মধ্যে রয়েছে ফটো, হাতে আঁকা ছবি, অঙ্কন করা, কার্টুন , ইনফো-গ্রাফিক্স, এনিমেটেড ছবি ইত্যাদি।

শব্দ বা অডিও: শব্দ বা অডিও আকারের সকল কনটেন্ট এই শ্রেণীর অন্তর্ভুক্ত। যেকোনাে বিষয়ের অডিও ফাইলই অডিও কনটেন্ট-এর পাশাপাশি ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট অডিও কনটেন্টের অন্তর্ভুক্ত।

ভিডিও ও এনিমেশন: বর্তমানে মােবাইল ফোনেও ভিডিও ব্যবস্থা থাকায় ভিডিও কনটেন্টের পরিমাণ বাড়ছে। ইউটিউব বা এই ধরনের ভিডিও শেয়ারিং সাইটের কারণে ইন্টারনেটে ভিডিও কনটেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বর্তমানে ইন্টারনেটে কোনাে ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হয়ে থাকে। এটিকে বলা হয় ভিডিও স্ট্রিমিং। এমন কনটেন্টও ভিডিও কনটেন্টের আওতাভুক্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button