তথ্য প্রযুক্তি
ডকুমেন্ট সম্পাদনা কাকে বলে? ডকুমেন্ট সম্পাদনার কাজ কি?
যে প্রক্রিয়া অনুসরণ করে একটি ডকুমেন্টের ভুল-ভ্রান্তিগুলো ঠিক করা হয় সে কাজটিকে ডকুমেন্ট সম্পাদনা বলে। ডকুমেন্ট সম্পাদনাতে যে কাজগুলো করা হয় তা হলো :
- নির্বাচন করা : ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ, বাক্য বা কোনো অংশ নির্বাচন করা হয়।
- কাট : ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ, বাক্য বা কোনো অংশকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয়।
- কপি : ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ, বাক্য বা কোনো অংশের অনুলিপি তৈরি করা হয়।
- পেস্ট : কাট বা কপি করার পর নির্বাচিত অক্ষর, শব্দ, বাক্য বা অংশকে নির্ধারিত স্থানে স্থাপন করা হয়।
- ডিলিট : ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ, বাক্য বা কোনো অংশকে মুছে ফেলা হয়।
আরো পড়ুনঃ–
১। ডকুমেন্ট ব্যবস্থাপনা কাকে বলে? ডকুমেন্ট ব্যবস্থাপনার কাজ, গুরুত্ব ও সুবিধা।