টেবলেট পিসি কি? অর্ধপরিবাহী মেমোরি বলতে কি বুঝ?
টেবলেট পিসি হলো সাবনোটবুকের চেয়ে ছোট আকৃতির কম্পিউটার। এতে ইনপুট ডিভাইস হিসেবে টাচস্ক্রিন ব্যবহৃত হয়। টাচস্ক্রিনের মাধ্যমে টেক্সট ইনপুটের জন্য এতে ভার্চুয়াল কী-বোর্ড (পর্দায় প্রদর্শিত কীবোর্ড) ব্যবহার এবং হ্যান্ড রাইটিং রিকগনিশন (হাতের লেখা সনাক্তকরণ) করা যায়। সব টেবলেট পার্সোনাল কম্পিউটারে ইন্টারনেট এবং লোকাল নেটওয়ার্ক কানেকশনের জন্য ওয়ারলেস এডাপ্টার থাকে।
অর্ধপরিবাহী মেমোরি বলতে কি বুঝ?
অর্ধপরিবাহী বস্তু বা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয় মেমোরিকে অর্ধপরিবাহী মেমোরি বলে। চৌম্বক কোরের তুলনায় অর্ধপরিবাহী মেমোরি অনেক ছোট ও সস্তা। যে কোন স্মৃতিস্থানের তথ্য পঠন বা লিখন সময় সমান বিধায় এই স্মৃতিকে র্যান্ডম এ্যাকসেস মেমোরি বলা হয়। এই মেমোরির মূলে রয়েছে ফ্লিপ-ফ্লপ নামে পরিচিত দুই অবস্থাবিশিষ্ট ক্ষুদ্র যুক্তি বর্তনী। আগেই বলা হয়েছে যে বিট রক্ষণের জন্য ব্যবহৃত এরূপ একটি বর্তনীকে মেমোরিকোষ বলা হয়। কম্পিউটারের প্রধান মেমোরির অভ্যন্তরে এই ধরনের অসংখ্য মেমোরিকোষ থাকে। নিয়ন্ত্রণ সংকেতের সাহায্যে স্মৃতিকোষে বিট-০ অথবা বিট-১ রক্ষণ ও পঠন সম্ভব।