জীববিজ্ঞান

টেনডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য কি?

টেনডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলোঃ

টেনডন

  • মাংসপেশির প্রান্তভাগ রজ্জুর মতো শক্ত হয়ে অস্থিগাত্রের সাথে সংযুক্ত হয়। এই শক্ত প্রান্তকে টেনডন বলে।
  • ঘন, শ্বেত তন্তুময় যোজক টিস্যু দ্বারা টেনডন গঠিত।
  • এতে শ্বেত বর্ণের স্থিতিস্থাপক তন্তুর সংখ্যা বেশি থাকে।
  • এদের স্থিতিস্থাপকতা নেই।

লিগামেন্ট

  • পাতলা কাপড়ের মত কোমল অথচ দৃঢ়, স্থিতিস্থাপক যে বন্ধনী দ্বারা অস্থিসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে অস্থিবন্ধনী বা লিগামেন্ট বলে।
  • শ্বেততন্তু ও পীততন্তুর সমন্বয়ে লিগামেন্ট গঠিত।
  • এতে পীত বর্ণের স্থিতিস্থাপক তন্তুর সংখ্যা বেশি থাকে।
  • এদের স্থিতিস্থাপকতা আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button