টাইট্রেশন কি? What is Titration in Bengali/Bangla?
টাইট্রেশন হলাে আয়তনিক বিশ্লেষণ প্রক্রিয়া। আয়তনিক বিশ্লেষণে একটি প্রমাণ দ্রবণের নির্দিষ্ট আয়তনের সঙ্গে একটি অজানা ঘনমাত্রার দ্রবণের কত আয়তন সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে পারে তা উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে নির্ণয় করার পদ্ধতিকে টাইট্রেশন বলে।
এই প্রক্রিয়ায় অজানা ঘনমাত্রার দ্রবণ (পরীক্ষাধীন নমুনা দ্রবণ), প্রমাণ দ্রবণ ও উপযুক্ত নির্দেশকের প্রয়ােজন হয় এবং প্রয়ােজনীয় যন্ত্রপাতি হিসাবে কনিক্যাল ফ্লাস্ক, পিপেট, বুরেট ইত্যাদি ব্যবহৃত হয়। একটি কনিক্যাল ফ্লাস্কে ধারণকৃত একটি নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ (প্রধানত ক্ষার বা এসিড দ্রবণ) কে সম্পূর্ণরূপে প্রশমিত করার জন্য নিয়ন্ত্রিতভাবে বুরেট থেকে অপর একটি দ্রবণ (এসিড বা ক্ষার) যােগ করা হয় এবং যােগকৃত দ্রবণের আয়তন পরিমাপ করে দ্রবণটির অজানা ঘনমাত্রা নির্ণয় করা হয়। একে এসিড-ক্ষার টাইট্রশন বলে। যে বিন্দুতে ক্ষার দ্রবণটি সম্পূর্ণরূপে এসিড দ্রবণ দ্বারা প্রশমিত হয় তাকে প্রশমন বিন্দু বা শেষ বিন্দু বলে। দ্রবণের বর্ণের পরিবর্তন দেখে প্রশমন বিন্দু নির্ধারণ করা হয়। এজন্য সাধারণত নির্দেশক ব্যবহার করা হয়।