ইলেকট্রনিক্স

জেনার ডায়োড কি? জেনার ডায়োড এর কাজ কি? Zener Diode in Bengali

জেনার ডায়োড কি? What is Zener Diode in Bengali/Bangla?

জেনার ডায়োড হলো একটি বিশেষ প্রকারের ডায়োড যা সাধারণ ডায়োডের মতো তড়িৎ প্রবাহকে শুধুমাত্র সম্মুখ দিকে প্রবাহিত করে না, এটা বিপরীত দিকেও প্রবাহিত করে যদি বিভবটা ব্রেকডাউন ভোল্টেজের মাত্রা ছাড়িয়ে যায়। ভোল্টেজ স্ট্যাবিলাইজারে জেনার ডায়োড ব্যবহার করা হয়। কারণ ভোল্টেজ স্ট্যাবিলাইজার থেকে আমাদের সব সময় একই মাত্রার বিদ্যুৎ প্রবাহ পাওয়া প্রয়োজন। ইনপুটে ভোল্টেজ ভিন্ন হলেও আউটপুটে সব সময় একই মাত্রার ভোল্টেজ প্রয়োজন হয়। আর এই কাজটিই করে থাকে জেনার ডায়োড। ইনপুট ভোল্টেজ কম বা বেশি যাই থাক জেনার ডায়োড আউটপুট ভোল্টেজ সব সময় একই দেয়। ফলে যন্ত্রপাতি সঠিকভাবে চলতে পারে। অর্থাৎ ভোল্টেজ স্ট্যাবিলাইজার থেকে আউটপুট ভোল্টেজ একই পাওয়ার জন্য জেনার ডায়োড ব্যবহার করা হয়। শান্ট রেগুলেটর ও ভোল্টেজ রেফারেন্সকে বর্তনীর বিভব হিসেবে ব্যবহার করাই হলো জেনার ডায়োডের প্রধান কাজ।

আরো পড়ুনঃ-

১। ফটো ডায়োড কাকে বলে? ফটো ডায়োডের বৈশিষ্ট্য ও ব্যবহার। (Photodiode in Bengali)

২। আদর্শ ডায়োড কাকে বলে? What is an Ideal Diode in Bengali?

৩। LED কি? এটি কিভাবে কাজ করে?

৪। p-n জাংশন কি? এটি কিভাবে কাজ করে?

৫। বিমুখী ঝোঁকে ডায়ােডের ডিপ্লেশন লেয়ার বৃদ্ধি পায় কেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button