জেনারেটর (Generator) সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। জেনারেটর কাকে বলে?
উত্তরঃ যে তড়িৎ যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে তাকে জেনারেটর (Generator) বলে।
প্রশ্ন-২। জেনারেটর কত প্রকার ও কি কি?
উত্তরঃ জেনারেটর সাধারণত দুই প্রকার। যথা– ১। এ.সি জেনারেটর ও ২। ডি.সি জেনারেটর।
প্রশ্ন-৩। এসি জেনারেটর কাকে বলে?
উত্তরঃ যে যন্ত্রে বা মেশিনের সাহায্যে যান্ত্রিক শক্তিকে এসি বিদ্যুত শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে এসি জেনারেটর বলে।
প্রশ্ন-৪। এসি জেনারেটর এর প্রধান অংশ কয়টি ও কী কী?
উত্তরঃ দুইটি। যথাঃ ক) স্টেটর বা স্থির অংশ এবং খ) রোটর বা ঘুরন্ত অংশ।
প্রশ্ন-৫। প্রাইম মুভার কাকে বলে ?
উত্তরঃ যে যন্ত্র বা মেশিনের সাহায্যে এসি জেনারেটরের শ্যাফটকে ঘুরানো হয়, তাকে প্রাইম মুভার বলে।
প্রশ্ন-৬। এসি জেনারেটরে স্লিপ রিং- এর কাজ কী?
উত্তরঃ এসি জেনারেটর এর ফিল্ড কয়েলে ডিসি সাপ্লাই দেওয়ার জন্যই স্লিপ রিং ব্যবহার করা হয়।
প্রশ্ন-৭। এসি জেনারেটরের ইফিসিয়েন্সি বলতে কি বুঝ?
উত্তরঃ এসি জেনারেটরের ইফিসিয়েন্সি বলতে এর উত্পাদিত শক্তি ও গৃহীত শক্তির অনুপাতকে বুঝায়।
প্রশ্ন-৮। এক্সাইটেশন বলতে কী বোঝ?
উত্তরঃ জেনারেটরের ফিল্ডে প্রয়োজনীয় ফ্লাক্স উত্পাদনের জন্য এর ফিল্ড কয়েলে যে ডিসি সাপ্লাই দেওয়া হয়, তাকে ফিল্ড এক্সাইটেশন বলে।
প্রশ্ন-৯। এসি জেনারেটরে কী কী লস হয় ?
উত্তরঃ এসি জেনারেটরে লসসমূহ নিম্নরূপঃ-
ক) মেকানিক্যাল লস বা যান্ত্রিক অপচয়।
খ) এক্সাইটারে পাওয়ার লস।
গ) আর্মেচার কোরে এডি কারেন্ট লস এবং হিসটারেসিস জনিত।
ঘ) লোড দোওয়ার জন্য পাওয়ার লস।