প্রশ্ন ও উত্তর

জন্মভূমি কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ষষ্ঠ শ্রেণি : বাংলা ১ম পত্র

১. রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৬১ সালের ৪ মে 

খ. ১৮৬১ সালের ২ মে

গ. ১৮৬১ সালের ৭ মে 

ঘ. ১৮৬১ সালের ৩ মে

সঠিক উত্তর : গ

২. জন্মভূমির বিচিত্র সৌন্দর্য কবির মনকে আকুল করার কারণ কী?

ক. কবির কাব্যপ্রেম 

খ. কবির দেশপ্রেম 

গ. কবির ভাবুক মন 

ঘ. কবির কাব্যানুভূতি

সঠিক উত্তর : খ

৩. ‘অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে’ — এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. গাছের ছায়া 

খ. জন্মভূমির আশ্রয় 

গ. মায়ের কোল 

ঘ. জন্মভূমির প্রকৃতি

সঠিক উত্তর : খ

৪. কবি রানির ঐশ্বর্যের চেয়ে কোনটিকে শ্রেয় মনে করেছেন?

ক. জন্মভূমির ফুলের সৌরভকে 

খ. জন্মভূমির ফসলের মায়াকে 

গ. জন্মভূমির সুশীতল ছায়াকে 

ঘ. জন্মভূমির চাঁদের হাসিকে

সঠিক উত্তর : গ

৫. ‘গগন’ শব্দের প্রতিশব্দ কোনটি?

ক. আকাশ খ. মেঘ 

গ. পাতাল ঘ. সমুদ্র

সঠিক উত্তর : ক

৬. কবির একান্ত ইচ্ছা —

i. দেশের মাটিতে চিরনিন্দ্রায় শায়িত হওয়া 

ii. জন্মভূমির স্নেহতলে জীবন অতিবাহিত করা 

iii. এ দেশের বনে চিরনিদ্রায় শায়িত হওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৭. ‘জন্মভূমি’ কবিতায় কবি মুগ্ধ হয়েছেন —

i. জন্মভূমির অপরূপ সৌন্দর্যে 

ii. জন্মভূমির বিপুল ঐশ্বর্যে 

iii. জন্মভূমির প্রকৃতির স্নিগ্ধতায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৮. জন্মভূমির সৌন্দর্যের অফুরন্ত উৎস কী?

ক. নদীর স্রোত খ. পাখির ডাক 

গ. গাছের ছায়া ঘ. চাঁদের জ্যোৎস্না

সঠিক উত্তর : ক

৯. ‘জন্মভূমি’ কবিতায় ‘মুদব নয়ন শেষে’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. চোখ বন্ধ করা 

খ. মৃত্যুবরণ করা 

গ. সুপ্ত অবস্থা 

ঘ. আত্মগোপন করা

সঠিক উত্তর : খ

১০. ‘জন্মভূমি’ কবিতায় কবি নিজেকে জন্মভূমির কী হিসেবে গণ্য করেছেন?

ক. দাস খ. সন্তান 

গ. কবি ঘ. গুণগ্রাহী

সঠিক উত্তর : খ

১১. কিসে কবির কিছু আসে যায় না?

ক. পুরস্কার পেলেন কি না 

খ. অন্ন-বস্ত্রের ব্যবস্থা হলো কি না 

গ. মানুষের ভালোবাসা পেলেন কি না 

ঘ. জন্মভূমিতে ধনসম্পদ আছে কি না

সঠিক উত্তর : ঘ

১২. কেন নিজ মাতৃভূমিকে পৃথিবীর সকল দেশের সেরা বলে মনে হয়?

ক. ধনসম্পদের প্রাচুর্য আছে বলে

খ. মাতৃভূমির প্রকৃতি অনেক সুন্দর বলে 

গ. মাতৃভূমির স্নেহছায়ায় লালিত-পালিত হই বলে 

ঘ. মাতৃভূমির কাছে আমরা ঋণী বলে

সঠিক উত্তর : গ

১৩. কবির চোখ জুড়ানোর কারণ কী?

ক. পালতোলা নৌকা দেখে 

খ. উড়ে যাওয়া বকের সারি দেখে 

গ. জন্মভূমির সূর্যের আলো দেখে 

ঘ. গ্রামের সৌন্দর্য দেখে

সঠিক উত্তর : গ

১৪. ‘ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে’—

ক. এ দেশেই তিনি চিরনিদ্রায় শায়িত হতে চান 

খ. এ দেশেই তিনি নিশ্চিন্তে ঘুমাতে চান 

গ. এ দেশেই তিনি পরম সুখে বাস করতে চান 

ঘ. এ দেশকেই তিনি ভালোবাসতে চান

সঠিক উত্তর : ক

১৫. ‘জন্মভূমি’ কবিতায় প্রকাশ কবির —

i. দেশপ্রেম 

ii. নিসর্গপ্রীতি 

iii. অন্তিম ইচ্ছা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

১৬. কাকে ভালোবেসে কবি তাঁর জীবন সার্থক হয়েছে বলে মনে করেন?

ক. আপন পরিবেশকে 

খ. বহুমুখী বৈচিত্র্যকে 

গ. প্রকৃতিকে 

ঘ. জন্মভূমিকে

সঠিক উত্তর : ঘ

১৭. কিসের প্রতি কবির লোভ নেই?

ক. জন্মভূমির ভালোবাসার প্রতি 

খ. জন্মভূমির ধনরত্নের প্রতি

গ. জন্মভূমির যশ ও খ্যাতির প্রতি 

ঘ. জন্মভূমির প্রকৃতির প্রতি

সঠিক উত্তর : খ

১৮. কবির সৌন্দর্যবোধ প্রকাশ পেয়েছে নিচের কোন পঙ্ক্তিতে?

ক. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে 

খ. শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে 

গ. কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে 

ঘ. জানি নে তোর ধন রতন আছে কি না রানির মতন

সঠিক উত্তর : গ

১৯. ‘রক্তকরবী’ কোন জাতীয় রচনা?

ক. উপন্যাস খ. নাটক 

গ. কাব্য ঘ. প্রবন্ধ

সঠিক উত্তর : খ

২০. জন্মভূমিকে ভালোবাসতে পেরে কবি কী অনুভব করেন?

ক. জীবনের সার্থকতা 

খ. আনন্দ 

গ. বেদনা 

ঘ. হতাশা

সঠিক উত্তর : ক

২১. জন্মভূমির বিচিত্র সৌন্দর্য কবির মনকে কী করে?

ক. পাগল করে খ. বাকহীন করে 

গ. আকুল করে ঘ. অনুপ্রেরণা দেয়

সঠিক উত্তর : গ

২২. ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’—‘জন্মভূমি’ কবিতার সঙ্গে এই চরণটির সাদৃশ্য কোথায়?

ক. স্বদেশ ভাবনায়

খ. আত্মভাবনায় 

গ. মুক্ত চেতনায় 

ঘ. ভাবের গভীরতায়

সঠিক উত্তর : ক

২৩. ‘জন্মভূমি’ কবিতায় প্রধানত ব্যক্ত হয়েছে—

i. কবির দেশপ্রেম 

ii. কবির বেদনা 

iii. কবির আশাবাদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

২৪. কবির জনম সার্থক হয়েছে —

i. এ দেশে জন্মেছে বলে 

ii. মাতৃভূমিকে ভালোবেসেছেন বলে 

iii. জন্মভূমি রানির মতো ঐশ্বর্যশালিনী বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

২৫. ‘শীতল হয়’ অর্থ প্রকাশ করে কোনটি?

ক. ছায়ায় খ. জুড়ায় 

গ. পাড়ায় ঘ. বাড়ায়

সঠিক উত্তর : খ

২৬. ‘গগন’ শব্দের অর্থ কী?

ক. মেঘ খ. আকাশ 

গ. হীরক ঘ. বাতাস

সঠিক উত্তর : খ

২৭. কবি মাতৃভূমির স্নেহছায়ায় কী লাভ করেছেন?

ক. দুঃখ-কষ্ট খ. গাড়ি-বাড়ি

গ. সুখশান্তি ঘ. টাকাপয়সা

সঠিক উত্তর : গ

২৮. কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন?

ক. ক্ষণিকা খ. বলাকা 

গ. সোনারতরী ঘ. গীতাঞ্জলি

সঠিক উত্তর : ঘ

২৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কারে ভূষিত হন?

ক. ১৯১০ সালে খ. ১৯১১ সালে

গ. ১৯১২ সালে ঘ. ১৯১৩ সালে

সঠিক উত্তর : ঘ

৩০. কবির মন আকুল হয় কিসে?

ক. চাঁদের আলোয় 

খ. গাছের ছায়ায়

গ. ফুলের গন্ধে 

ঘ. জন্মভূমির আলোয়

সঠিক উত্তর : গ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button