রসায়ন বিজ্ঞান
কোবাল্ট (Cobalt) কি? কোবাল্ট এর উৎস ও ব্যবহার
কোবাল্ট একটি রাসায়নিক মৌল। এর প্রতীক ‘Co’ এবং পারমাণবিক সংখ্যা ২৭।
কোবাল্টের অবস্থান বা উৎস
কোবাল্ট প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এটি প্রায়ই Fe ও Ni-এর মত ধাতুর সাথে আর্সেনিক ও সালফারের আকরিক হিসেবে পাওয়া যায়। কোবাল্টের প্রধান আকরিকগুলাে হলঃ
১। স্মলটাইট (Smaltite) বা স্পাইস কোবাল্ট : (Co, Ni, Fe)As2
২। কোবাল্টাইট (Cobaltite) বা কোবাল্ট গ্ল্যান্স : (Co, As)S
৩। লিনাসাইট (Linnacite) : (Fe, Co, Ni)3S4
কোবাল্ট এর ব্যবহার
- সংকর ধাতু তৈরি করতে ব্যবহার করা হয়।
- ব্যাটারি তৈরি করতে ব্যবহার করা হয়।
- অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়।
- রঞ্জক ও শোভাবর্ধনে ব্যবহার করা হয়।
- তেজস্ক্রিয় আইসোটোপ হিসেবে ব্যবহার করা হয়।
- তড়িৎ প্রলেপনে ব্যবহার করা হয়।