রসায়ন বিজ্ঞান
কোনো মৌলের যোজনী ও যোজনী ইলেকট্রন ভিন্ন কেন? ব্যাখ্যা করো।
কোনো মৌলের যোজনী এবং যোজনী ইলেকট্রন ভিন্ন কারণ, আমরা জানি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে অথবা যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তাকে ঐ মৌলের যোজনী বলে। অপরপক্ষে, কোন মৌলের সর্বশেষ প্রধান শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে সেই মৌলের যোজন ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন বলে। তাই কোনো মৌলের যোজনী ও যোজনী ইলেকট্রন ভিন্ন।