কারক ও বিভক্তি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)
১. কারক শব্দের অর্থ কী?
ক. যা পদকে সম্পাদন করে
খ. যা সমাসকে সম্পাদন করে
গ. যা কাজ সম্পাদন করে
ঘ. যা পদ ও সমাসকে সম্পাদন করে
সঠিক উত্তর : গ
২. শব্দ বা নামপদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয়, তাকে কী বলে?
ক. শব্দ বিভক্তি খ. ক্রিয়া বিভক্তি
গ. শূন্য বিভক্তি ঘ. অর্থ বিভক্তি
সঠিক উত্তর : ক
৩. ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়, তাকে কী বলে?
ক. নাম বিভক্তি খ. ক্রিয়া বিভক্তি
গ. শূন্য বিভক্তি ঘ. শব্দ বিভক্তি
সঠিক উত্তর : খ
৪. কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে, তাকে কী বলে?
ক. কর্মকারক খ. কর্তৃকারক
গ. করণকারক ঘ. অপাদান কারক
সঠিক উত্তর : গ
৫. কারক নির্দেশের জন্য বাক্যে শব্দের শেষে কী যুক্ত হয়?
ক. প্রত্যয় খ. বিভক্তি
গ. উপসর্গ ঘ. অনুসর্গ
সঠিক উত্তর : খ
৬. বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণসমষ্টি বাক্যের অর্থগ্রাহ্যতায় সাহায্য করে, তাকে কী বলে?
ক. অনুসর্গ খ. বচন
গ. বিভক্তি ঘ. কারক
সঠিক উত্তর : গ
৭. বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্পর্ক, তাকে কী বলে?
ক. পদ খ. বিভক্তি
গ. সমাস ঘ. কারক
সঠিক উত্তর : ঘ
৮. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত তাকে কোন কারক বলে?
ক. কর্মকারক
খ. করণকারক
গ. সম্প্রদানকারক
ঘ. কর্তৃকারক
সঠিক উত্তর : ক
৯. বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তা কোন কারক?
ক. কর্তৃকারক
খ. কর্মকারক
গ. করণ কারক
ঘ. সম্প্রদান কারক
সঠিক উত্তর : ক
১০. ক্রিয়াকে ‘কে’ দিয়ে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায়?
ক. করণ কারক
খ. অধিকরণ কারক
গ. সম্প্রদান কারক
ঘ. কর্তৃকারক
সঠিক উত্তর : ঘ
১১. অধিকরণ কারকে সাধারণত কোন বিভক্তি যুক্ত হয়?
ক. শূন্য বিভক্তি খ. দ্বিতীয়া বিভক্তি
গ. ষষ্ঠী বিভক্তি ঘ. সপ্তমী বিভক্তি
সঠিক উত্তর : ঘ
১২. ‘বিপদে যেন করিতে পারি জয়’ — এখানে ‘বিপদে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে সপ্তমী বিভক্তি
খ. অধিকরণে সপ্তমী বিভক্তি
গ. কর্মে সপ্তমী বিভক্তি
ঘ. করণে সপ্তমী বিভক্তি
সঠিক উত্তর : গ
১৩. ‘বুলবুলিতে ধান খেয়েছে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় সপ্তমী খ. কর্মে সপ্তমী
গ. করণে সপ্তমী ঘ. কর্তায় দ্বিতীয়
সঠিক উত্তর : ক
১৪. ‘আমারে তুমি করিবে ত্রাণ’ — এ বাক্যে ‘আমারে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে সপ্তমী
খ. কর্মকারকে সপ্তমী
গ. কর্মকারকে দ্বিতীয়া
ঘ. সম্প্রদান কারকে চতুর্থী
সঠিক উত্তর : ঘ
১৫. ‘নৌকা ঘাটে বাঁধা’ — ‘ঘাটে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে দ্বিতীয়া
খ. করণে সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী
ঘ. অপাদানে পঞ্চমী
সঠিক উত্তর : গ
১৬. ‘ধর্মের কল বাতাসে নড়ে’ বাক্যটিতে ‘বাতাসে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে সপ্তমী খ. কর্মে সপ্তমী
গ. কর্মে শূন্য ঘ. অধিকরণে সপ্তমী
সঠিক উত্তর : ক
১৭. ক্রিয়াকে ‘কী’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায়?
ক. কর্তৃকারক খ. কর্মকারক
গ. করণ কারক ঘ. সম্প্রদান কারক
সঠিক উত্তর : খ
১৮. ‘বাঘে-মহিষে এক ঘাটে পানি খায়’ — ‘বাঘে-মহিষে’ কোন কর্তা?
ক. মুখ্য কর্তা খ. প্রযোজ্য কর্তা
গ. ব্যতিহার কর্তা ঘ. প্রযোজক কর্তা
সঠিক উত্তর : গ
১৯. ‘খেজুর রসে গুড় হয়’ — ‘খেজুর রসে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে সপ্তমী
খ. অপাদানে ষষ্ঠী
গ. অপাদানে সপ্তমী
ঘ. করণে সপ্তমী
সঠিক উত্তর : গ
২০. ‘সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা?’ নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মকারকে শূন্য বিভক্তি
খ. অপাদান কারকে সপ্তমী বিভক্তি
গ. কর্তৃকারকে সপ্তমী বিভক্তি
ঘ. অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
সঠিক উত্তর : ক
২১. ‘জিজ্ঞাসিব জনে জনে’ — এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে সপ্তমী
খ. কর্মে সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী
ঘ. করণে সপ্তমী
সঠিক উত্তর : খ
২২. ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?’ — এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃ কারকে সপ্তমী
খ. কর্মে সপ্তমী
গ. অপাদানে সপ্তমী
ঘ. অধিকরণে সপ্তমী
সঠিক উত্তর : খ
২৩. ‘ফুলে ফুলে ঘর ভরেছে’ — ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে সপ্তমী
খ. করণে সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী
ঘ. অপাদানে সপ্তমী
সঠিক উত্তর : খ
২৪. ‘তিলে তৈল হয়’ এতে ‘তিল’ শব্দটি কোন কারক?
ক. কর্ম কারক
খ. করণ কারক
গ. অপাদান কারক
ঘ. অধিকরণ কারক
সঠিক উত্তর : গ
২৫. করণ কারকে সাধারণত কোন বিভক্তি যুক্ত হয়?
ক. শূন্য বিভক্তি খ. তৃতীয়া বিভক্তি
গ. ষষ্ঠী বিভক্তি ঘ. চতুর্থী বিভক্তি
সঠিক উত্তর : খ
২৬. সম্প্রদান কারকে সাধারণত কোন বিভক্তি যুক্ত হয়?
ক. শূন্য বিভক্তি খ. তৃতীয়া বিভক্তি
গ. ষষ্ঠী বিভক্তি ঘ. চতুর্থী বিভক্তি
সঠিক উত্তর : ঘ
২৭. অপাদান কারকে সাধারণত কোন বিভক্তি যুক্ত হয়?
ক. পঞ্চমী বিভক্তি খ. তৃতীয়া বিভক্তি
গ. ষষ্ঠী বিভক্তি ঘ. সপ্তমী বিভক্তি
সঠিক উত্তর : ক
২৮. ‘অন্ধজনে দেহ আলো’ — এখানে ‘অন্ধজনে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. সম্প্রদানে সপ্তমী
খ. কর্মে সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী
ঘ. করণে সপ্তমী
সঠিক উত্তর : ক
আরো পড়ুনঃ-
১। অনুসর্গ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)
২। পদাশ্রিত নির্দেশক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)
৩। সমাস বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)