পদার্থবিজ্ঞান

কাজ ও শক্তির সর্বজনীন ধারণা (Universal Conceptions of Work and Energy)

কাজের সাথে শক্তি সম্পর্কিত। কাজের পরিমাণ দ্বারা শক্তি নির্ধারিত হয় এবং শক্তি ব্যয়ে কাজ সাধিত হয়। প্রতিনিয়তই সর্বত্র কাজ সম্পাদনের সাথে সাথে শক্তির রূপান্তর ঘটেছে। কাজ সম্পাদনে শক্তি উৎপাদিত হয়, আর শক্তির রূপান্তরে কাজ সাধিত হয়। সুতরাং কাজ এবং শক্তির সম্পর্ক সর্বজনীন।  শক্তি ছাড়া আমাদের জীবনযাত্রা আচল। শক্তি ছাড়া কোন সংস্থাই কাজ করতে পারে না। রান্নার জ্বালানি নেই, বাড়িতে বিদ্যুৎ নেই, আর গাড়িতে তেল নেই। ফলে রান্না হচ্ছে না, বাড়িতে কিছুই চলছে না এবং গাড়িও চলছে না। এর কারণ জ্বালানি, বিদ্যুৎ এবং তেল থেকে আমরা শক্তি পাই। শক্তির দ্বারা আমাদের দৈন্দিন কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয়। জড় বস্তু ছাড়াও জীবের চলা এমনকি বেঁচে থাকার জন্যও শক্তি প্রয়োজন। আমরা যে খাবার খাই তা থেকেই এ শক্তি উৎপন্ন হয়। উদ্ভিদও সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে এবং তা থেকে শক্তি পাওয়া যায়।
কোন বস্তুর কৃতকাজ হলো তার দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ। শক্তি এবং কাজ সমার্থক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button